ভিডিও EN
  1. Home/
  2. শিক্ষা

দার্জিলিংয়ে দেওয়া হলো সার্ক এডুকেশন অ্যাওয়ার্ড

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০:১৩ এএম, ১১ সেপ্টেম্বর ২০২৩

শনিবার ভারতের দার্জিলিং শহরের সেন্ট জোসেফ স্কুল, নর্থ পয়েন্টের আন্তর্জাতিক কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়ে গেলো ‘সার্ক এডুকেশন অ্যাওয়ার্ড-২০২৩’।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোরখা ল্যান্ড টেরিটোরিয়ামের ডেপুটি চেয়ারম্যান রাজেশ চৌহান। বিশেষ অতিথি ছিলেন সিকিম রাজ্যের বিজেবি সেক্রেটারি জেনারেল সায়মুনপল, সার্ক জার্নালিস্ট ফোরামের প্রেসিডেন্ট রাজু লামা এবং সেক্রেটারি জেনারেল আব্দুর রহমান।

ভারত, নেপাল বাংলাদেশ, ভুটানের শীর্ষস্থানীয় ৫০টি কলেজের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল ইভেন্টে উপস্থিত ছিলেন এবং তাদের অ্যাওয়ার্ড প্রদান করা হয়। সার্ক জার্নালিস্ট ফোরামের নেতৃবৃন্দ এবং ইন্ডিয়া চ্যাপ্টারের প্রেসিডেন্ট সুধাংশুসহ ভারতের বিভিন্ন রাজ্যের শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় বিশেষ কালচারাল প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। শুরুতে উপস্থিত দেশসমূহের জাতীয় সংগীতও পরিবেশন করা হয়।

নেপাল, ভারত, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কার শিক্ষাবিদ এবং সাংবাদিকরা এই শিক্ষামূলক কনফারেন্স ও শিক্ষা পুরস্কারে অংশগ্রহণ করেন। নেপালের ৩৫ জন প্রতিনিধিসহ উল্লিখিত দেশগুলোর প্রায় ২০০ শিক্ষা উদ্যোক্তা এ অ্যাওয়ার্ড ইভেন্টে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ছিল নেপালের ম্যাগাজিন শিক্ষালয়, রোটারি ক্লাব অব দার্জিলিং ও সার্ক জার্নালিস্ট ফোরাম।

দক্ষিণ এশিয়ার শিক্ষাপ্রতিষ্ঠান, দূরদর্শী শিক্ষানেতাদের পাশাপাশি নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ, শিক্ষক এবং স্কুলের অধ্যক্ষদের দেওয়া পুরস্কারের মাধ্যমে শিক্ষার উৎকর্ষের স্বীকৃতি দেওয়ার জন্য প্রতি বছর হয় এ আয়োজন।

এমএইচআর/এএসএম