পদোন্নতির পরীক্ষায় ৪১১ শিক্ষা ক্যাডারের প্রার্থিতা বাতিল
সিনিয়র স্কেলে পদোন্নতি পরীক্ষা থেকে শিক্ষা ক্যাডার ৪১১ কর্মকর্তার প্রার্থিতা বাতিল করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রি-অ্যাপ্রোভাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, তাদের প্রার্থীতা বাতিল করা হয়।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক যুগ্ম-সচিব আনন্দ কুমার বিশ্বাসের সই করা সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, আগস্টে সিনিয়র স্কেল পদোন্নতির পরীক্ষায় শিক্ষা ক্যাডারের প্রশাসনিক ট্রাইব্যুনাল-১ ঢাকার একটি মামলা নম্বর ৫৫২/২০২২-এর গত ৬ ফেব্রুয়ারির অন্তর্বর্তীকালীন আদেশের প্রেক্ষিতে ৫ সেপ্টেম্বর প্রি-আপ্রোভাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ও সিভিল সার্ভিস বিধিমালা অনুযায়ী ৪১১ কর্মকর্তার প্রার্থিতা বাতিল করা হয়েছে।
প্রার্থিতা বাতিল হওয়াদের মধ্যে হিসাববিজ্ঞানের ৩৫ জন, আরবির ২ জন, বাংলার ৩১ জন, ব্যাংকিং ও ফাইন্যান্সের ২, উদ্ভিদ বিজ্ঞানের ১৮, রসায়নের ২৫, কম্পিউটার সায়েন্সের ১, অর্থনীতির ৩৮, শিক্ষার ৪, ইংরেজির ৪৯, ভূগোলের ১১, ইতিহাসের ১৫, ইসলাম শিক্ষার ৭, ইসলামের ইতিহাস ও সংস্কৃতির ২৬, গণিতের ৬, ব্যবস্থাপনার ৪৩, দর্শনের ২৮, পদার্থবিজ্ঞানের ২৬, রাষ্ট্রবিজ্ঞানের ২৮, মনোবিজ্ঞানের ১, সমাজকল্যাণের ১২, পরিসংখ্যানের ৫, প্রাণিবিদ্যার ২৬ ও কৃষি বিজ্ঞানের ২ জন। তারা সবাই শিক্ষা ক্য্ডারভুক্ত সরকারি কলেজের শিক্ষক।
প্রার্থিতা বাতিল হওয়া ৪১১ জনের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।
এএএইচ/এসএনআর/জিকেএস
সর্বশেষ - শিক্ষা
- ১ গুচ্ছ ভর্তি নিয়ে ভিসিদের বৈঠক শনিবার, আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত
- ২ প্রাথমিক বিদ্যালয়ের সময় ৫ ঘণ্টা করার দাবি শিক্ষকদের
- ৩ লটারির ফলাফলে এক স্কুলের মেধাতালিকায় তিনবার এক ছাত্রীর নাম!
- ৪ বিসিএসে বয়সসীমায় ‘বৈষম্য’, ৩৪ বছরের দাবি চিকিৎসকদের
- ৫ রামপুরায় বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ-মশাল মিছিল