চতুর্থ গণবিজ্ঞপ্তিতে চূড়ান্ত সুপারিশের দাবিতে আন্দোলনের ডাক
চতুর্থ গণবিজ্ঞপ্তিতে প্রাথমিক সুপারিশপ্রাপ্তদের দ্রুত চূড়ান্ত সুপারিশের দাবিতে আন্দোলনের ডাক দিয়েছেন চাকরিপ্রার্থীরা। আগামী ৪ সেপ্টেম্বর মানববন্ধন কর্মসূচি করার ঘোষণা দিয়েছেন তারা। এরপরও চূড়ান্ত সুপারিশ না করলে প্রার্থীরা এনটিআরসিএ ঘেরাওয়ে কর্মসূচি ঘোষণা করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।
চাকরিপ্রার্থীরা বলছেন, তৃতীয় গণবিজ্ঞপ্তির মতো চতুর্থ গণবিজ্ঞপ্তিতেও তারা পুলিশ ভেরিফিকেশন চালু থাকা অবস্থায় শিক্ষকপ্রার্থীদের চূড়ান্ত সুপারিশের দাবি জানিয়ে আসছেন। কিন্তু এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে চূড়ান্ত সুপারিশের বিষয়ে অনুমোদন দেওয়া হয়নি।
তারা আরও বলছেন, প্রাথমিক সুপারিশ পাওয়ার কয়েক মাস পার হলেও চূড়ান্ত সুপারিশ করা হচ্ছে না। এনটিআরসিএ কালক্ষেপণ করছে। ফলে তারা পরিবারের সদস্যদের নিয়ে দুঃসময় পার করছেন। তাদের দাবি, দ্রুত চূড়ান্ত সুপারিশ দেওয়া হোক।
আরও পড়ুন>> চতুর্থ গণবিজ্ঞপ্তি: তথ্য গোপন করে আবেদন থেকে হুঁশিয়ারি
চতুর্থ গণবিজ্ঞপ্তিতে চূড়ান্ত সুপারিশের অপেক্ষায় আছেন ৩২ হাজার শিক্ষকপ্রার্থী। এর মধ্যে প্রায় ২৮ হাজার প্রার্থীর পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ করে অনলাইনে জমা দিয়েছেন। পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে তাদের চূড়ান্ত সুপারিশ করতে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি চেয়েছে এনটিআরসিএ।
এনটিআরসিএর তথ্যমতে, প্রার্থীদের চূড়ান্ত সুপারিশের অনুমতি এখনো শিক্ষা মন্ত্রণালয় দেয়নি। মন্ত্রণালয়ের অনুমতি পেলে প্রার্থীদের চূড়ান্ত সুপারিশ করা হবে। তবে এর আগে কিছু প্রস্তুতিমূলক কাজ সারতে হবে। কবে নাগাদ প্রার্থীরা চূড়ান্ত সুপারিশ পাবেন, সে বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি এনটিআরসিএ কর্মকর্তারা।
২০২২ সালের ২১ ডিসেম্বর চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়। গত ১২ মার্চ প্রাথমিক সুপারিশের ফল প্রকাশ করা হয়। এতে দেশের স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক পদে নিয়োগের জন্য ৩২ হাজারের বেশি প্রার্থীকে নির্বাচন করা হয়। এর প্রায় দেড় মাস পর তাদের চূড়ান্ত সুপারিশের জন্য প্রথমবারের মতো অনলাইনে ভি-রোল ফরম পূরণের নির্দেশ দেয় এনটিআরসিএ। এরপর আরও দুই দফায় ফরম পূরণের সময় বাড়ানো হয়।
এএএইচ/ইএ/এএসএম