ভিডিও EN
  1. Home/
  2. শিক্ষা

আইডিয়ালের গভর্নিং বডি থেকে মুশতাকের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:৫৯ পিএম, ২৬ আগস্ট ২০২৩

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন আলোচিত দাতা সদস্য খন্দকার মুশতাক আহমেদ।

‘ব্যক্তিগত’ কারণ দেখিয়ে বৃহস্পতিবার (২৪ আগস্ট) তিনি গভর্নিং বডির সভাপতির কাছে পদত্যাগপত্র জমা দেন।

আরও পড়ুন>>> খন্দকার মুশতাককে তালাক দিলেন মতিঝিল আইডিয়ালের সেই ছাত্রী

শনিবার (২৬ আগস্ট) বিকেলে মুশতাক আহমেদ নিজেই সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের স্কুলের দাতা সদস্য পদ থেকে আমি পদত্যাগ করেছি।

গভর্নিং বডির সভাপতি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান দাতা সদস্য খন্দকার মুশতাকের ‘পদত্যাগপত্র’ পাওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরবর্তী বৈঠকে খন্দকার মুশতাক আহমেদের পদত্যাগপত্র গ্রহণ ও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন>>> আইডিয়ালের সীমানায় ঢুকতে পারবেন না ছাত্রীকে বিয়ে করা মুশতাক

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীকে বিয়ে করে আলোচনায় আসেন খন্দকার মুশতাক আহমেদ। এ ঘটনার জেরে ওই ছাত্রীর বাবা মো. সাইফুল ইসলাম বাদী হয়ে তার বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণ মামলা করেন।

আরও পড়ুন>>> আপনি নৈতিকভাবে কাজটি ঠিক করেননি: আইডিয়ালের মুশতাককে হাইকোর্ট

মামলায় খন্দকার মুশতাক আহমেদ ও আইডিয়ালের অধ্যক্ষ ফাওজিয়া রাশেদীকে আসামি করা হয়। মামলাটি বর্তমানে বিচারাধীন।

এএএইচ/কেএসআর/জেআইএম