এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে সায়েন্সল্যাব মোড় অবরোধ
এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে সায়েন্সল্যাব মোড় অবরোধ করে কিছু শিক্ষার্থী। সোমবার (৭ আগস্ট) বেলা সাড়ে ১১টায় প্রথমে শাহবাগ মোড়ে অবস্থান নেয় তারা। এরপর মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে এসে কিছুক্ষণ অবস্থান নেয়।
সেখান থেকে নীলক্ষেত মোড়ে গিয়ে অবস্থান নিয়ে আবার সায়েন্সল্যাব মোড়ে এসে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। এসময় এই সড়কে বন্ধ হয়ে যায় যানচলাচল। সবশেষ দুপুর ২টা ৪০ মিনিটে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
আরও পড়ুন: এসএসসিতে ৭১১০৮টি খাতা পুনঃনিরীক্ষণের আবেদন
শিক্ষার্থীরা বলছে, ডেঙ্গু পরিস্থিতির কারণে তাদের অনেকে ক্লাস পরীক্ষায় অংশ নিতে পারেনি। এছাড়া অনেকেই ডেঙ্গু আক্রান্ত হয়েছে। দুই মাস পরীক্ষা পেছানো হোক, না হলে ৫০ নম্বরের পরীক্ষা নেওয়ার হোক।
এসময় আইসিটি পরীক্ষা না নেওয়ার দাবি জানায় শিক্ষার্থীরা।
নাহিদ হাসান/জেডএইচ/জেআইএম
সর্বশেষ - শিক্ষা
- ১ ইউজিসি ঘেরাও করে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ
- ২ গুচ্ছ ভর্তি বহাল রাখতে ২৪ বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জরুরি নির্দেশনা
- ৩ শনিবারও বন্ধ থাকবে স্কুল, সাপ্তাহিক ছুটি দুদিনই বহাল
- ৪ মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ সালে ছুটি ৭৬ দিন, তালিকা প্রকাশ
- ৫ সরকারি-বেসরকারি স্কুলে অর্ধবার্ষিক পরীক্ষা জুনে, বার্ষিক নভেম্বরে