প্রাথমিকের প্রধান শিক্ষক বদলির আবেদন স্থগিত
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদলির অনলাইন আবেদন কার্যক্রম স্থগিত করা হয়েছে।
বুধবার (২ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বদলির আবেদন প্রক্রিয়া স্থগিত করেছে। বৃহস্পতিবার (৩ আগস্ট) থেকে আবেদন কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন সুলতানার সই করা আদেশে বলা হয়, একই উপজেলা ও থানার মধ্যে প্রধান শিক্ষক বদলির অনলাইন আবেদন কার্যক্রম নির্দেশক্রমে স্থগিত করা হলো।
এর আগে রোববার (৩০ জুলাই) প্রধান শিক্ষকদের বদলির আবেদন ৩ আগস্ট থেকে শুরুর বিষয়টি জানিয়ে আদেশ জারি করেছিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানিয়েছে, মঙ্গলবার (২ আগস্ট) বদলি কার্যক্রম স্থগিতের নির্দেশনা দেয় প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়। এরপর বুধবার বদলি কার্যক্রম স্থগিতের আদেশ জারি করলো অধিদপ্তর।
এএএইচ/এমএএইচ/জিকেএস
সর্বশেষ - শিক্ষা
- ১ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধে হাসিনার বিদায় ত্বরান্বিত হয়: প্রেস সচিব
- ২ সরকারিতে আসনের চারগুণ আবেদন, সাড়া নেই বেসরকারিতে
- ৩ সাত কলেজের ফেল করা শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা
- ৪ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্মরণসভা করার নির্দেশ
- ৫ পিএইচডি-এমফিলধারী ২০৬ শিক্ষককে সংবর্ধনা দিলো জমিয়াতুল মোদার্রেছীন