প্রাথমিকের প্রধান শিক্ষক বদলির আবেদন স্থগিত
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদলির অনলাইন আবেদন কার্যক্রম স্থগিত করা হয়েছে।
বুধবার (২ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বদলির আবেদন প্রক্রিয়া স্থগিত করেছে। বৃহস্পতিবার (৩ আগস্ট) থেকে আবেদন কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন সুলতানার সই করা আদেশে বলা হয়, একই উপজেলা ও থানার মধ্যে প্রধান শিক্ষক বদলির অনলাইন আবেদন কার্যক্রম নির্দেশক্রমে স্থগিত করা হলো।
এর আগে রোববার (৩০ জুলাই) প্রধান শিক্ষকদের বদলির আবেদন ৩ আগস্ট থেকে শুরুর বিষয়টি জানিয়ে আদেশ জারি করেছিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানিয়েছে, মঙ্গলবার (২ আগস্ট) বদলি কার্যক্রম স্থগিতের নির্দেশনা দেয় প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়। এরপর বুধবার বদলি কার্যক্রম স্থগিতের আদেশ জারি করলো অধিদপ্তর।
এএএইচ/এমএএইচ/জিকেএস
সর্বশেষ - শিক্ষা
- ১ জাতীয় বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সদস্য হলেন আবুল কাসেম ফজলুল হক
- ২ উচ্চশিক্ষার উন্নয়নে প্রকল্পে ধীরগতি, ত্রিপক্ষীয় সভা করবে ইউজিসি
- ৩ চাকরির বয়স দুই বছর না হলে মাদরাসা শিক্ষকের বদলির সুযোগ নেই
- ৪ পাঠ্যবই ছাপাতে পাল্টা পদক্ষেপ এনসিটিবির, বেঁধে দিলো সময়সীমা
- ৫ ২৫ মার্চের আগে বই ছাপা সম্ভব নয় জানিয়ে চিঠি, পরক্ষণে চাইলেন ক্ষমা