এসএসসি
সবচেয়ে বেশি ফেল ঢাকা বোর্ডে, জিপিএ-৫ কম সিলেটে
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে সবচেয়ে বেশি শিক্ষার্থী ঢাকা শিক্ষাবোর্ডে। আবার অনুত্তীর্ণ পরীক্ষার্থী সংখ্যায়ও সর্বাধিক ঢাকা শিক্ষাবোর্ডে। অর্থাৎ ঢাকা শিক্ষাবোর্ডে সবচেয়ে বেশি সংখ্যক পরীক্ষার্থী ফেল করেছে।
শুক্রবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় এ ফল প্রকাশ করা হয়। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৮০ দশমিক ৩৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৮৩ হাজার ৫৭৮ শিক্ষার্থী।
এ বছর ঢাকা শিক্ষাবোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৪৬ হাজার ৩০৩ শিক্ষার্থী। রাজশাহী শিক্ষাবোর্ডে জিপিএ-৫ পেয়েছে ২৬ হাজার ৮৭৭, যশোর শিক্ষাবোর্ডে ২০ হাজার ৬১৭, কুমিল্লা শিক্ষাবোর্ডে ১১ হাজার ৬২৩, চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ১১ হাজার ৪৫০, ময়মনসিংহ শিক্ষাবোর্ডে ১৩ হাজার ১৭৭, দিনাজপুর শিক্ষাবোর্ডে ১৭ হাজার ৪১০, সিলেট শিক্ষাবোর্ডে ৫ হাজার ৪৫২ এবং বরিশাল শিক্ষাবোর্ডে ৬ হাজার ৩১১ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
আরও পড়ুন: এসএসসি-সমমানের ফল প্রকাশ, পাসের হার ৮০.৩৯ শতাংশ
অন্যদিকে ঢাকা শিক্ষাবোর্ডে ফেল করেছে ৯৩ হাজার ৪৯৪ শিক্ষার্থী। ঢাকা শিক্ষাবোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪ লাখ ১৬ হাজার ৪২৬ জন। রাজশাহী শিক্ষাবোর্ডে ফেল করেছে ২৪ হাজার ৬৬৭ জন, পরীক্ষার্থী ছিল ২ লাখ ৩ হাজার ৬২৫। কুমিল্লা শিক্ষাবোর্ডে ফেল করেছে ৩৯ হাজার ৪১৯, পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ৮২ হাজার ৬২৫ জন।
যশোর শিক্ষাবোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ৫৫ হাজার ৭৫৯, ফেল করেছে ২১ হাজার ৫৪৬ জন। চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ফেল করেছে ৩৩ হাজার ২৯৭ জন, পরীক্ষার্থী ছিল এক লাখ ৫৩ হাজার ৩৮৩। ময়মনসিংহ শিক্ষাবোর্ডে ফেল করেছে ১৭ হাজার ৮২৫, পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ২২ হাজার ৮৭২ জন।
এছাড়া দিনাজপুর শিক্ষাবোর্ডে ফেল করেছে ৪৬ হাজার ১৪২ জন, পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ৯৯ হাজার ৪৯১। সিলেট শিক্ষাবোর্ডে ফেল করেছে ২৬ হাজার ২২৬ জন, পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ৯ হাজার ৫৩২। বরিশাল শিক্ষাবোর্ডে ৮ হাজার ৮৫৭ শিক্ষার্থী ফেল করেছে, পরীক্ষার্থীর সংখ্যা ৯০ হাজার ১৯৬ জন।
আরও পড়ুন: পূর্ণ নম্বরের পরীক্ষা হওয়ায় পাসের হার-জিপিএ ৫ কম
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ঢাকা শিক্ষাবোর্ডে পাসের হার ৭৭ দশমিক ৫৫ শতাংশ, বরিশালে ৯০ দশমিক ১১ শতাংশ, চট্টগ্রামে ৭৮ দশমিক ২৯ শতাংশ, কুমিল্লায় ৭৮ দশমিক ৪২ শতাংশ, দিনাজপুরে ৭৬ দশমিক ৮৪ শতাংশ। এছাড়া রাজশাহীতে ৮৭ দশমিক ৮৮ শতাংশ, সিলেটে ৭৬ দশমিক শূন্য ৬ শতাংশ, ময়মনসিংহ ৮৫ শতাংশ ও যশোরে ৮৬ দশমিক ১৭ শতাংশ। মাদরাসা বোর্ডে পাসের হার ৭৪ দশমিক ৭০ শতাংশ ও কারিগরি শিক্ষাবোর্ডে ৮৩ দশমিক ৪০ শতাংশ।
চলতি বছরের এসএসসি পরীক্ষা শেষ হয় গত ২৮ মে। পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের নিয়ম রয়েছে। ৯টি সাধারণ, একটি মাদরাসা ও কারিগরি বোর্ডসহ মোট ১১টি শিক্ষাবোর্ডের অধীনে ২০ লাখ ৭৮ হাজার ২১৬ জন শিক্ষার্থী এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়।
এসএম/কেএসআর/এএসএম
সর্বশেষ - শিক্ষা
- ১ মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ সালে ছুটি ৭৬ দিন, তালিকা প্রকাশ
- ২ সরকারি-বেসরকারি স্কুলে অর্ধবার্ষিক পরীক্ষা জুনে, বার্ষিক নভেম্বরে
- ৩ জাতীয় বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সদস্য হলেন আবুল কাসেম ফজলুল হক
- ৪ উচ্চশিক্ষার উন্নয়নে প্রকল্পে ধীরগতি, ত্রিপক্ষীয় সভা করবে ইউজিসি
- ৫ চাকরির বয়স দুই বছর না হলে মাদরাসা শিক্ষকের বদলির সুযোগ নেই