জিপিএ-৫ ও পাসের হারে পিছিয়েছে মাদরাসা বোর্ড
চলতি বছরের দাখিল পরীক্ষার ফলাফলে গত বছরের তুলনায় পিছিয়েছে মাদরাসা শিক্ষা বোর্ড। এবার জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ২৪৪ জন। অন্যদিকে পাসের হার ৭৪ দশমিক ৭০ শতাংশ। গত বছর দাখিলে পাসের হার ছিল ৮২ দশমিক ২২ শতাংশ। সে হিসাবে এবার পাসের হার ৭ দশমিক ৫২ শতাংশ কমেছে।
শুক্রবার (২৮ জুলাই) সারাদেশে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেনশিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আরও পড়ুন: এসএসসি-সমমানের ফল প্রকাশ, পাসের হার ৮০.৩৯ শতাংশ
ফলাফলের পরিসংখ্যান থেকে জানা গেছে, এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় ১০টি বোর্ডে গড় পাসের হার ৮০ দশমিক ৩৯ শতাংশ।
২০২১ সালে মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৯৩ দশমিক ২২ শতাংশ, ২০২০ সালে ৮১ দশমিক ৫১ শতাংশ ও ২০১৯ সালে ছিল ৮৩ দশমিক ০৩ শতাংশ।
এছাড়া এ বছর মাদরাসা বোর্ডে ৬ হাজার ২১৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেলেও গত বছর এ সংখ্যা ছিল ১৫ হাজার ৪৫৭ জন। জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা এবার প্রায় অর্ধেকের বেশি কমে গেছে। মোট পরীক্ষার্থীর মাত্র ২ দশমিক ১৮ শতাংশ জিপিএ-৫ পেয়েছে।
আরও পড়ুন: বিদেশ কেন্দ্রে পাস ৮৫.৩৩ শতাংশ
মাদরাসা বোর্ডে ২০২১ সালে ১৪ হাজার ৩১৩ জন, ২০২০ সালে ৭ হাজার ৫১৬ জন ও ২০১৯ সালে ৬ হাজার ২৮৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল।
এ বছরের দাখিল পরীক্ষায় ২ লাখ ৮৫ হাজার ৮৭ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ২ লাখ ১২ হাজার ৯৬৪ জন। মোট ৭১৬টি কেন্দ্রের মাধ্যমে ৯ হাজার ৯২টি মাদরাসার মাধ্যমে এ শিক্ষার্থীরা পরীক্ষা দেয়।
আরএমএম/এমকেআর/জিকেএস
সর্বশেষ - শিক্ষা
- ১ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধে হাসিনার বিদায় ত্বরান্বিত হয়: প্রেস সচিব
- ২ সরকারিতে আসনের চারগুণ আবেদন, সাড়া নেই বেসরকারিতে
- ৩ সাত কলেজের ফেল করা শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা
- ৪ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্মরণসভা করার নির্দেশ
- ৫ পিএইচডি-এমফিলধারী ২০৬ শিক্ষককে সংবর্ধনা দিলো জমিয়াতুল মোদার্রেছীন