ভিডিও EN
  1. Home/
  2. শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়

প্রথমবারের মতো চালু হচ্ছে অন ক্যাম্পাস স্নাতক কোর্স

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০২:৫৪ পিএম, ২২ জুলাই ২০২৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুরের মূল ক্যাম্পাসে প্রথমবারের মতো চালু হচ্ছে অন-ক্যাম্পাস স্নাতক কোর্স। ২০২২-২৩ শিক্ষাবর্ষে চারটি বিভাগে এ কোর্সে শিক্ষার্থী ভর্তি করানো হবে।

২৭ জুলাই থেকে শুরু হবে অনলাইনে ভর্তির প্রাথমিক আবেদন। ভর্তি কার্যক্রম চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। এ চার বিভাগে ক্লাস শুরু হবে ২৫ সেপ্টেম্বর।

অন-ক্যাম্পাস কোর্সের চারটি বিভাগ হলো- এলএলবি, বিবিএ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, এলএলবি, বিবিএ এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে সব শাখার শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তবে নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স বিভাগে শুধুমাত্র বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা আবেদন করার সুযোগ পাবেন।

এএএইচ/জেডএইচ/এএসএম