ইউআইটিএসে ড. তাহের
স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের কর্মদক্ষ হতে হবে
স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের কর্মদক্ষ করে গড়ে তোলার বিকল্প নেই বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের।
তিনি বলেন, উন্নত দেশ গড়তে কর্মদক্ষতা উন্নয়নের কোনো বিকল্প নেই। অর্থনৈতিক ঊর্ধ্বমুখিতার সঙ্গে সামঞ্জস্যতা রাখতে মানবসম্পদের কর্মদক্ষতার উন্নয়ন করতে হবে।
ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) বিজনেস স্টাডিজ বিভাগের উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশের প্রেক্ষাপটে কর্মসংস্থান দক্ষতা উন্নয়ন’ শীর্ষক সেমিনারের রিসোর্স পারসন ও মূল বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।
বুধবার (৭ জুন) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারস হলে বাংলাদেশের প্রেক্ষাপটে শিক্ষার্থীদের কর্মসংস্থান দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এ সেমিনারের আয়োজন করা হয়।
ড. আবু তাহের বলেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে আমাদের এমনভাবে শিক্ষা কারিকুলাম সাজাতে হবে, যাতে শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই উন্নত কর্মসংস্থানের দক্ষতা অর্জন করে কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারেন। এ লক্ষ্য বাস্তবায়নে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।
বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান মো. ইয়াহিন হোসেনের সভাপতিত্বে সেমিনারে সম্মানিত অতিথি ছিলেন উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, বিজনেস অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ শহিদুল ইসলাম।
এছাড়া বিজনেস স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মো. সাঈদ পারভেজ, মেহনাজ আখতার, জনসংযোগ কর্মকর্তা মো. ওমর ফারুকসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা সেমিনারে অংশ নেন। সেমিনার শেষে রিসোর্স পারসন ও মূল বক্তা অধ্যাপক ড. মো. আবু তাহেরকে সম্মাননা স্মারক দেওয়া হয়।
এএএইচ/জিকেএস
সর্বশেষ - শিক্ষা
- ১ ন্যাশনাল বায়োটেকনোলজি থিসিস প্রতিযোগিতায় বিজয়ী চবি
- ২ গুচ্ছ ভর্তি নিয়ে রাতে ভিসিদের বৈঠক, আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত
- ৩ নীতিমালা জারি: শিক্ষক দুবার, শিক্ষিকা তিনবার বদলির সুযোগ পাবেন
- ৪ পরীক্ষায় ৩০ মিনিট বেশি সময় পাবেন প্রতিবন্ধী শিক্ষার্থীরা
- ৫ নেকাব না খোলায় ছাত্রীকে পরীক্ষা দিতে না দেওয়া অধ্যক্ষ ওএসডি