বাউবির এসএসসি পরীক্ষায় ৪০ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অধীন প্রথম ও দ্বিতীয় বর্ষের এসএসসি পরীক্ষায় এ বছর ৪০ হাজার ১৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। এরমধ্যে পুরুষ পরীক্ষার্থী ২৫ হাজার ১৫১ জন এবং নারী ১৪ হাজার ৮৬৩ জন। ১২ মে থেকে পরীক্ষা শুরু হয়েছে। আজ শুক্রবারও (২৬ মে) হয়েছে পরীক্ষা।
পরীক্ষার সময় বাউবি উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার খুলনার বি কে ইনস্টিটিউশন, রূপসা মাধ্যমিক বিদ্যালয়, সরকারি দৌলতপুর মুহসিন মাধ্যমিক বিদ্যালয় ও বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন। এছাড়া তিনি বাউবির খুলনা আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন করেন।
বাউবি উপাচার্য দ্রুততম সময়ে শিক্ষার্থী ও সেবা প্রার্থীদের সেবা প্রদানে আন্তরিক ও তৎপর হওয়ার নির্দেশনা দেন। এছাড়া তিনি নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
এমএইচএম/জেডএইচ/এএসএম
সর্বশেষ - শিক্ষা
- ১ ভর্তিতে লটারির বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলন, নেপথ্যে কী?
- ২ এডব্লিউই প্রোগ্রাম থেকে স্নাতক হলেন ৯০ উদীয়মান নারী উদ্যোক্তা
- ৩ সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবসম্মত নয়: গণশিক্ষা উপদেষ্টা
- ৪ ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের দাবি
- ৫ দুই ঘণ্টা পর সড়ক ছাড়লেন রেসিডেনসিয়াল কলেজের শিক্ষার্থীরা