স্থগিত দাখিল পরীক্ষা কবে জানা যাবে বুধবার
ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে স্থগিত হওয়া ৯টি শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষা ২৭ ও ২৮ মে হবে। তবে মাদরাসা বোর্ডের পরীক্ষার তারিখ এখনো প্রকাশ করা হয়নি।
মাদরাসা বোর্ড সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থগিত হওয়া এসএসসি পরীক্ষার সঙ্গেই তারা পরীক্ষা নিতে চান। এজন্য ২৭ ও ২৮ মে পরীক্ষা আয়োজনের বিষয়টি আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভায় জানানো হয়েছে। এটি আনুষ্ঠানিকভাবে বুধবার (১৭ মে) জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন: স্থগিত এসএসসি পরীক্ষা ২৭ ও ২৮ মে
জানতে চাইলে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সদস্য এবং মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামাল উদ্দিন বলেন, এসএসসি পরীক্ষার সঙ্গেই দাখিলের স্থগিত পরীক্ষা আয়োজন করার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। চূড়ান্ত অনুমোদনের পর আগামীকালের মধ্যে এটি নোটিশ আকারে জানানো হবে।
এদিকে ২৭ মে কুমিল্লা, যশোর, বরিশাল ও চট্টগ্রাম বোর্ডের পদার্থ বিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের পরীক্ষা হবে।
আরও পড়ুন: একাদশে ভর্তির সুযোগবঞ্চিতদের রেজিস্ট্রেশন শুরু ১৫ মে
আর ২৮ মে ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডের পরীক্ষা হবে। এদিন এই বোর্ডগুলোতে গার্হস্থ্য বিজ্ঞান, কৃষি শিক্ষা, সঙ্গীত, আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া এবং চারু ও কারুকলা বিষয়ের পরীক্ষা হবে।
এর আগে ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে রোব ও সোমবারের চলমান (১৩ ও ১৪ মে) সব শিক্ষা বোর্ডের এসএসসি এবং সমমান পরীক্ষা স্থগিত করা হয়।
এমএইচএম/জেডএইচ/এএসএম
সর্বশেষ - শিক্ষা
- ১ এডব্লিউই প্রোগ্রাম থেকে স্নাতক হলেন ৯০ উদীয়মান নারী উদ্যোক্তা
- ২ সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবসম্মত নয়: গণশিক্ষা উপদেষ্টা
- ৩ ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের দাবি
- ৪ দুই ঘণ্টা পর সড়ক ছাড়লেন রেসিডেনসিয়াল কলেজের শিক্ষার্থীরা
- ৫ লটারি নয়, পরীক্ষার মাধ্যমে ভর্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ