ঘূর্ণিঝড় ‘মোখা’
এসএসসির গুরুত্বপূর্ণ নথিপত্র নিরাপদে সংরক্ষণের নির্দেশ
দেশের উপকূল অঞ্চলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘মোখা’। এ অবস্থায় চলমান এসএসসি পরীক্ষার গুরুত্বপূর্ণ নথিপত্র ও উপকরণ নিরাপদে সংরক্ষণের নির্দেশ দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
বৃহস্পতিবার বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. তপন কুমার সরকার সই করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
আরও পড়ুন: এসএসসি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত পরিস্থিতি বুঝে
এতে বলা হয়, দেশের সব শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষা চলমান। এরই মধ্যে প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় ‘মোখা’ আগামী ২-১ দিনের মধ্যে দেশের উপকূল অঞ্চলসহ সারাদেশে অতিক্রম করতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরসহ বিভিন্ন সংবাদে বলা হচ্ছে।
এ অবস্থায় বোর্ডগুলোকেও সতর্কতামূলক ব্যবস্থাগ্রহণ করা আবশ্যক। এ লক্ষ্যে ট্রেজারি, থানা ও পরীক্ষা কেন্দ্রে থাকা পরীক্ষা সংক্রান্ত সব গোপনীয় মালামাল নিরাপদে ও সতর্কতার সঙ্গে সংরক্ষণের জন্য স্ব স্ব বোর্ডের নির্দেশনা দেওয়া একান্ত প্রয়োজন।
আরও পড়ুন: ধীরে এগোচ্ছে ‘মোখা’, বাংলাদেশের দিকে বাঁক নিলে বাড়বে সংকেত
এর আগে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে এসএসসি পরীক্ষা স্থগিত করা হবে কি না এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। তবে আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত হবে।
এমএইচএম/জেডএইচ/এএসএম
সর্বশেষ - শিক্ষা
- ১ পদ বাড়িয়ে পুনরায় ফল প্রকাশের দাবিতে রাতভর প্রার্থীদের অবস্থান
- ২ ক্লাস শুরুর তিনমাস পর বাজারে আসছে একাদশের ৫ বই
- ৩ ভর্তিতে লটারির বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলন, নেপথ্যে কী?
- ৪ এডব্লিউই প্রোগ্রাম থেকে স্নাতক হলেন ৯০ উদীয়মান নারী উদ্যোক্তা
- ৫ সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবসম্মত নয়: গণশিক্ষা উপদেষ্টা