ভিডিও EN
  1. Home/
  2. শিক্ষা

ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৬:০৫ পিএম, ০২ মে ২০২৩

অনিবার্য কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার সময়সূচি স্থগিত করা হয়েছে। স্থগিত এ পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে।

মঙ্গলবার (২ মে) জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়, ২০২১ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের দ্বিতীয় বর্ষের পরীক্ষা এক জরুরি সভায় স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থগিত এ পরীক্ষার সংশোধিত সময়সূচি পরবর্তীতে জানানো হবে। ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের পরীক্ষা আগামী ১৫ মে থেকে শুরু হওয়ার কথা ছিল।

এমএইচএম/এমএএইচ/এএসএম