প্রাথমিকের প্রধান শিক্ষক বদলি শুরু
আবারও শুরু হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদলি কার্যক্রম। অনলাইনের মাধ্যমে বদলির জন্য সারাদেশ থেকে চার হাজারের বেশি আবেদন জমা পড়েছে। বর্তমানে বদলি তালিকা তৈরি করছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।
আরও পড়ুন: ডিজিটাল বদলিতে অ্যানালগ দুর্নীতির অভিযোগ
ডিপিই’র সংশ্লিষ্টরা জানান, গত বছরের ডিসেম্বর থেকে অনলাইনে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বদলি শুরু হয়। বর্তমানে আন্তঃউপজেলায় মধ্যে বদলি কার্যক্রম শেষ হয়েছে। সহকারী শিক্ষকদের সঙ্গে প্রধান শিক্ষকদের বদলির জন্য অনলাইনে আবেদন নেওয়া হয়েছিল। এতে সারাদেশ থেকে পছন্দের বিদ্যালয়ে যেতে আবেদন করেন চার হাজার ১৮১ জন প্রধান শিক্ষক। যারা বদলির জন্য যোগ্য হবেন তাদের বদলি করা হবে।
আরও পড়ুন: অন্ধকারে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত বৃহস্পতিবার জাগো নিউজকে বলেন, দীর্ঘদিন স্থগিত থাকার পর আবারও সহকারী ও প্রধান শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু হয়েছে। প্রথমবার অনলাইনে সহকারী শিক্ষকদের সঙ্গে প্রধান শিক্ষকদের আবেদন নেওয়া হয়েছে। যারা বদলির জন্য নির্বাচিত হবেন তাদের ধাপে ধাপে অর্ডার জারি করা হবে।
এমএইচএম/জেডএইচ/জেআইএম
সর্বশেষ - শিক্ষা
- ১ জাতীয় বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সদস্য হলেন আবুল কাসেম ফজলুল হক
- ২ উচ্চশিক্ষার উন্নয়নে প্রকল্পে ধীরগতি, ত্রিপক্ষীয় সভা করবে ইউজিসি
- ৩ চাকরির বয়স দুই বছর না হলে মাদরাসা শিক্ষকের বদলির সুযোগ নেই
- ৪ পাঠ্যবই ছাপাতে পাল্টা পদক্ষেপ এনসিটিবির, বেঁধে দিলো সময়সীমা
- ৫ ২৫ মার্চের আগে বই ছাপা সম্ভব নয় জানিয়ে চিঠি, পরক্ষণে চাইলেন ক্ষমা