ঢাকায় সব সরকারি কলেজ অধ্যক্ষের কক্ষে বসবে সিসি ক্যামেরা
ঢাকা শহরের সরকারি সব কলেজের অধ্যক্ষের কক্ষে সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অধ্যক্ষদের সঙ্গে কুশল বিনিময়ের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। বিষয়টি বাস্তবায়নে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কর্মকর্তাদের সমন্বয়ে চার সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
সম্প্রতি মাউশির মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদের সভাপতিত্বে মাসিক সমন্বয় সভায় (জানুয়ারি) এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় মাউশি মহাপরিচালক সরকারি কলেজসমূহের অধ্যক্ষের কক্ষ সিসি ক্যামেরার আওতায় আনার প্রস্তাব উত্থাপন করেন।
প্রস্তাবনায় বলা হয়, প্রতিটি সরকারি কলেজের অধ্যক্ষের সঙ্গে কুশল বিনিময়ের লক্ষ্যে তাদের কক্ষ সিসি ক্যামেরায় আওতায় আনার প্রয়োজনীয়তা রয়েছে। এ পর্যায়ে তিনি পাইলটিং ভিত্তিতে ঢাকা শহরের সরকারি কলেজসমূহের অধ্যক্ষদের কক্ষ সিসি ক্যাামেরার আওতায় আনার লক্ষ্যে একটি কমিটি গঠনের আহ্বান জানান।
কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে এ বিষয়ে একটি ধারণাপত্র তৈরি করে মহাপরিচালকের বরাবর দাখিলের আহ্বান জানানো হয়।
মাউশির কলেজ শাখা-১ এর উপ-রিচালককে আহ্বায়ক করে ৪ সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে।
এমএইচএম/এমকেআর/জেআইএম
সর্বশেষ - শিক্ষা
- ১ জাতীয় বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সদস্য হলেন আবুল কাসেম ফজলুল হক
- ২ উচ্চশিক্ষার উন্নয়নে প্রকল্পে ধীরগতি, ত্রিপক্ষীয় সভা করবে ইউজিসি
- ৩ চাকরির বয়স দুই বছর না হলে মাদরাসা শিক্ষকের বদলির সুযোগ নেই
- ৪ পাঠ্যবই ছাপাতে পাল্টা পদক্ষেপ এনসিটিবির, বেঁধে দিলো সময়সীমা
- ৫ ২৫ মার্চের আগে বই ছাপা সম্ভব নয় জানিয়ে চিঠি, পরক্ষণে চাইলেন ক্ষমা