ভিডিও EN
  1. Home/
  2. শিক্ষা

বাউবির বিএ-বিএসএস পরীক্ষা শুরু ২৮ অক্টোবর

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৭:০৪ পিএম, ২৫ অক্টোবর ২০২২

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বিএ ও বিএসএস পরীক্ষা-২০২০ আগামী ২৮ অক্টোবর (শুক্রবার) থেকে শুরু হবে। সারাদেশে জেলা-উপজেলা পর্যায়ের সরকারি-বেসরকারি কলেজের ৩২৮টি কেন্দ্রে মাসব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) বাউবি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসএস পরীক্ষার প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ সেমিস্টারে মোট তিন লাখ ৫০ হাজার ৯৫৯ জন পরীক্ষার্থী অংশ নেবেন। তার মধ্যে পুরুষ পরীক্ষার্থী দুই লাখ চার হাজার ৬৭৮ জন এবং নারী এক লাখ ৪৬ হাজার ২৮১ জন।

এতে আরও বলা হয়, প্রতিবারের মতো এবারও প্রশাসনের সহযোগিতায় নকলমুক্ত পরিবেশে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণের ব্যবস্থা গ্রহণ করবে।

এছাড়াও বাউবি থেকে ভিজিল্যান্স টিম বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে পাঠানো হবে। বিস্তারিত বাউবির (ওয়েবসাইট) WWW.bou.ac.bd থেকে জানা যাবে।

এমএইচএম/বিএ/জিকেএস