বাউবির বিএসসি ইন এগ্রিকালচারে ভর্তি স্থগিত
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনস্থ স্কুল অব এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট (সার্ড) পরিচালিত চার বছর মেয়াদি ব্যাচেলর অব সায়েন্স ইন এগ্রিকালচার (বিএসসিএজি) প্রোগ্রামের ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে।
সোমবার (২২ আগস্ট) বাউবি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাউবির অধীনস্থ স্কুল অব এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট (সার্ড) পরিচালিত চার বছর মেয়াদি ব্যাচেলর অব সায়েন্স ইন এগ্রিকালচার (বিএসসিএজি) প্রোগ্রামের ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে। ২০২২ সালের জুলাই-ডিসেম্বর সেমিস্টারে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম অনিবার্য কারণে সাময়িক স্থগিত করা হয়েছে। ভর্তি কার্যক্রম পুনরায় চালুর সিদ্ধান্ত হলে তা জানিয়ে দেওয়া হবে বলেও উল্লেখ করা হয়।
এমএইচএম/কেএসআর
সর্বশেষ - শিক্ষা
- ১ ভর্তিতে লটারির বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলন, নেপথ্যে কী?
- ২ এডব্লিউই প্রোগ্রাম থেকে স্নাতক হলেন ৯০ উদীয়মান নারী উদ্যোক্তা
- ৩ সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবসম্মত নয়: গণশিক্ষা উপদেষ্টা
- ৪ ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের দাবি
- ৫ দুই ঘণ্টা পর সড়ক ছাড়লেন রেসিডেনসিয়াল কলেজের শিক্ষার্থীরা