বরিশাল বোর্ডে অংশ নেবে ৮২ হাজার পরীক্ষার্থী
আজ (১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এক হাজার ৩৯০টি বিদ্যালয়ের ৮২ হাজার ২৪৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। ১৪৬টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মোট পরীক্ষার্থীর মধ্যে ৪১ হাজার ৪৪৪ জন ছাত্র এবং ৪০ হাজার ৭৯৯ জন ছাত্রী। এদের মধ্যে ৭১ হাজার ৫৪৩ জন নিয়মিত এবং ১০ হাজার ৫৬৮ জন অনিয়মিত। অনিয়মিতদের মধ্যে ১৩২ জন মানোন্নয়নের জন্য অংশগ্রহণ করবে।
এ বছর সবচেয়ে বেশি পরীক্ষার্থী মানবিক বিভাগে। পরীক্ষার্থীর সংখ্যা ৩৩ হাজার ৯০১ জন। বিজ্ঞান বিভাগে ১৯ হাজার ৯৮৩ জন এবং বাণিজ্য বিভাগে ২৮ হাজার ৩৫৯ জন পরীক্ষার্থী।
বরিশাল শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, বরিশাল জেলায় ৫৪ কেন্দ্রে ২৮ হাজার ৭৬০ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪ হাজার ১৩ জন ছাত্র এবং ১৪ হাজার ৭৪৭ জন ছাত্রী। ঝালকাঠির ১৭ কেন্দ্রে ৭ হাজার ৫৭০ জনের মধ্যে ৩ হাজার ৪১১ জন ছাত্র এবং ৪ হাজার ১৬৯ জন ছাত্রী।
পিরোজপুরের ১৯ কেন্দ্রে ১১ হাজার ৪৪ জনের মধ্যে ৫ হাজার ১৬৯ জন ছাত্র এবং ৫ হাজার ৮৭৫ জন ছাত্রী। পটুয়াখালীর ২৫ কেন্দ্রে ১৫ হাজার ২৬ জনের মধ্যে ৮ হাজার ১০৯ জন ছাত্র এবং ৬ হাজার ৯১৭ জন ছাত্রী।
বরগুনার ১৪ কেন্দ্রে ৮ হাজার ৬৪১ জনের মধ্যে ৪ হাজার ৪৫৪ জন ছাত্র এবং ৪ হাজার ১৮৭ জন ছাত্রী। ভোলার ১৮ কেন্দ্রে ১১ হাজার ১৯২ জনের মধ্যে ৬ হাজার ২৮৮ জন ছাত্র এবং ৪ হাজার ৯০৪ জন ছাত্রী রয়েছে।
বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জিয়াউল হক জানান, এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্নে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
সাইফ আমীন/বিএ
সর্বশেষ - শিক্ষা
- ১ জাতীয় বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সদস্য হলেন আবুল কাসেম ফজলুল হক
- ২ উচ্চশিক্ষার উন্নয়নে প্রকল্পে ধীরগতি, ত্রিপক্ষীয় সভা করবে ইউজিসি
- ৩ চাকরির বয়স দুই বছর না হলে মাদরাসা শিক্ষকের বদলির সুযোগ নেই
- ৪ পাঠ্যবই ছাপাতে পাল্টা পদক্ষেপ এনসিটিবির, বেঁধে দিলো সময়সীমা
- ৫ ২৫ মার্চের আগে বই ছাপা সম্ভব নয় জানিয়ে চিঠি, পরক্ষণে চাইলেন ক্ষমা