চট্টগ্রামে প্রথমবারের মতো লক্ষাধিক এসএসসি পরীক্ষার্থী
সকল শিক্ষা বোর্ডের অধীনে মাধ্যমিক স্কুল সার্টির্ফিকেট (এসএসসি) ও সমমানের ২০১৬ সালে পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল সোমবার। এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ জন। এরমধ্যে প্রথম বারের মত পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ছাড়িয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এরইমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়ে শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান জাগো নিউজে জানান, বোর্ডের অর্ধীনে প্রথম বারের মত পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেল। এর মধ্যে মোট পরীক্ষার্থীর ৫৩ দশমিক ৯০ শতাংশই ছাত্রী।
জানা যায়, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার ১ লাখ ১২ হাজার ৯৫৯ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। ২০১৫ সালে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮৮ হাজার ৭০০ জন। সেই হিসেবে এবার পরীক্ষার্থী বেড়েছে ২৪ হাজার ২৫৯ জন।
চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এবার (২০১৬ সাল) এসএসসি পরীক্ষায় এ বোর্ডের অধীনে নগরী ও জেলার এক হাজার বিদ্যালয়ের পরীক্ষার্থীরা অংশ নিচ্ছেন। মোট পরীক্ষার্থীর মধ্যে ৯৮ হাজার ৭০৩ জন নিয়মিত, ১৪ হাজার ১৮৫ জন অনিয়মিত এবং ৭১ জন মানোন্নয়ন পরীক্ষার্থী।
সূত্রে আরো জানা যায়, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ডের অধীনে চট্টগ্রাম জেলার ১০২টি, কক্সবাজার জেলায় ২৩টি, রাঙ্গামাটি জেলার ১৭টি, খাগড়াছড়ি জেলার ১৭ এবং বান্দরবান জেলার ১০টি কেন্দ্র মিলে মোট ১৬৯টি কেন্দ্রে এবার পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া পরীক্ষা পর্যবেক্ষণের জন্য ৭২টি পরিদর্শক টিম গঠন করা হয়েছে।
জীবন মুছা/আরএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - শিক্ষা
- ১ সরকারিতে আসনের চারগুণ আবেদন, সাড়া নেই বেসরকারিতে
- ২ সাত কলেজের ফেল করা শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা
- ৩ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্মরণসভা করার নির্দেশ
- ৪ পিএইচডি-এমফিলধারী ২০৬ শিক্ষককে সংবর্ধনা দিলো জমিয়াতুল মোদার্রেছীন
- ৫ শিক্ষা প্রশাসনে ফের বড় রদবদল, এবার ৪৬ কর্মকর্তাকে পদায়ন