ভিডিও EN
  1. Home/
  2. শিক্ষা

চ্যান্সেলর গোল্ড মেডেল পেলেন বিইউপি উপাচার্য

প্রকাশিত: ০২:৪২ পিএম, ২৪ জানুয়ারি ২০১৬

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি)-এর উপাচার্য মেজর জেনারেল শেখ মামুন খালেদ ‘চ্যান্সেলর গোল্ড মেডেল’ পেয়েছেন।

বৃহস্পতিবার বিইউপির তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাকে এই গোল্ড মেডেল প্রদান করেন।

রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) গবেষণা কর্মকর্তা মুহাম্মদ শাহাদাৎ হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পিএইচডি ডিগ্রি অর্জনের স্বীকৃতিস্বরূপ জেনারেল শেখ মামুন খালেদকে এই মেডেল দেয়া হয়েছে। তিনি বিইউপির প্রথম পিএইচডি ডিগ্রি অর্জনকারী গবেষক।

সমাবর্তন অনুষ্ঠানে তিন কৃতি শিক্ষার্থীকে ‘চ্যান্সেলর গোল্ড মেডেল’ প্রদান করা হয়।
 
এআর/একে/পিআর