ভিডিও EN
  1. Home/
  2. শিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠানের ই-রেজিস্ট্রেশনের সময় বাড়লো

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৭:০২ পিএম, ৩১ মে ২০২২

শিক্ষক নিয়োগে চতুর্থ গণবিজ্ঞপ্তির জন্য বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ই-রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান। যার মেয়াদ বাড়ানো হয়েছে ৭ জুন পর্যন্ত।

মঙ্গলবার (৩১ মে) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) বিজ্ঞপ্তিতে থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে সই করেন এনটিআরসিএ সদস্য (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) এ বি এম শওকত ইকবাল শাহীন।

এতে বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অনলাইনে ই-রেজিস্ট্রেশন এবং প্রোফাইল হালনাগাদ করার জন্য ৩১ মে পর্যন্ত সময় ছিল। কিন্তু বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদনের পরিপ্রেক্ষিতে সেই সময় বাড়ানো হয়েছে ৭ জুন রাত ১২টা পর্যন্ত।

নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন শেষ করা না হলে, পরে শিক্ষকের শূন্য পদের চাহিদা অনলাইনে প্রদান করা সম্ভব হবে না।

এর আগে ২৮ এপ্রিল এক বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানকে ই-রেজিস্ট্রেশনের নির্দেশনা দেওয়া হয়।

গত বছরের ৩০ মার্চ তৃতীয় ধাপে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৪ হাজার ৩০৪ শিক্ষক নিয়োগে তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। শিগগির শিক্ষক নিয়োগের চতুর্থ গণবিজ্ঞপ্তি আসছে বলে জানা গেছে।

এমএইচএম/জেডএইচ/এএসএম