প্রভাষকদের পদোন্নতির খসড়া তালিকা প্রকাশ
বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ১ হাজার ৫ শ’ ৪৪ জন প্রভাষককে পদোন্নতির খসড়া তালিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর। খসড়া তালিকা বৃহস্পতিবার মাউশির ওয়েবসাইটে (www.dshe.gov.bd) প্রকাশ করা হয়েছে।
মাউশির উপ-পরিচালক (কলেজ-১) আবু সুলতান মো. একে সাব্রী জানান, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ১ হাজার ৫ শ’ ৪৪ জন প্রভাষককে পদোন্নতি দেয়ার জন্য বিষয়ভিত্তিক খসড়া তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
এনএম/এসএইচএস/পিআর
সর্বশেষ - শিক্ষা
- ১ জাতীয় বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সদস্য হলেন আবুল কাসেম ফজলুল হক
- ২ উচ্চশিক্ষার উন্নয়নে প্রকল্পে ধীরগতি, ত্রিপক্ষীয় সভা করবে ইউজিসি
- ৩ চাকরির বয়স দুই বছর না হলে মাদরাসা শিক্ষকের বদলির সুযোগ নেই
- ৪ পাঠ্যবই ছাপাতে পাল্টা পদক্ষেপ এনসিটিবির, বেঁধে দিলো সময়সীমা
- ৫ ২৫ মার্চের আগে বই ছাপা সম্ভব নয় জানিয়ে চিঠি, পরক্ষণে চাইলেন ক্ষমা