ভিকারুননিসা স্কুলের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ২য় শ্রেণি থেকে নবম শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২৫ জানুয়ারি থেকে বিদ্যালয়ের ওয়েবসাইটে (www.vnsc.edu.bd) অনলাইনে আবেদন করতে হবে। আজ বুধবার বিদ্যালয় কর্তৃক প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা গেছে।
ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৫ জানুয়ারিত থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। ২ ফেব্রুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বিদ্যালয়ের সকল শাখা ক্যাম্পাসের প্রভাতী শাখায় সকাল ৯টা হতে দুুপুর ১২টা এবং দিবা শাখায় দুপুর ১টা হতে বিকাল ৪টা পর্যন্ত ফরম জমা দিতে হবে। আবেদন ফরমের মূল্য ২০৫ টাকা ০১৮৬৮৬১৪৯৪৮ নম্বরের মাধ্যমে পরিশোধ করতে হবে। আবেদনকারীদের নামের তালিকা ৬ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। ৮ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যালয়ের মূল ক্যাম্পাস বেইলী রোডে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২য় ও ৩য় শ্রেণিতে বাংলা ১৫, ইংরেজি ১৫, গণিত ২০সহ মোট ৫০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৪র্থ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত বাংলা ৩০, ইংরেজি ৩০, গণিত ৪০সহ মোট ১০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৯ম শ্রেণিতে জেএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে ভর্তি করা হবে। তবে বিজ্ঞান বিভাগে ভর্তির জন্য জিপিএ-৫ এবং ব্যবসায় শাখায় ভর্তির জন্য জিপিএ-৪ দশমিক ৫ প্রাপ্ত ছাত্রীরাই কেবল আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্য বিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
ভর্তি বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বিদ্যালয়ের মূল ক্যাম্পাসের প্রভাতি (বাংলা মাধ্যমে) শাখায় ২য় শ্রেণিতে ১৫ জন, ৩য় শ্রেণিতে ১৫ জন, ৪র্থ শ্রেণিতে ৫ জন, ৫ম শ্রেণিতে ৫ জন, ৮ম শ্রেণিতে ১০ জন, ৯ম বিজ্ঞান বিভাগে ১৫ ছাত্রী এবং দিবা শাখায় ২য় শ্রেণিতে ১৬ জন, ৩য় শ্রেণিতে ৪ জন, ৪র্থ শ্রেণিতে ১২ জন ছাত্রী ভর্তি করা হবে।
ধানমন্ডি ক্যাম্পাসের প্রভাতি শাখায় ২য় শ্রেণিতে ২ জন, ৩য় শ্রেণিতে ১৫ জন, ৪র্থ শ্রেণিতে ২ জন এবং দিবা শাখায় ২য় শ্রেণিতে ৩ জন, ৩য় শ্রেণিতে ৪ জন, ৪র্থ শ্রেণিতে ৪ জন, ৫ম শ্রেণিতে ৫ জন, ৭ম শ্রেণিতে৪ জন, ৮ম শ্রেণিতে ৮ জন, ৯ম শ্রেণির ব্যবসায় শিক্ষা বিভাগে ১৫ ছাত্রী ভর্তি করা হবে।
বসুন্ধরা প্রভাতি শাখায় ২য় শ্রেণিতে ২১ জন, ৩য় শ্রেণিতে ৬ জন, ৫ম শ্রেণিতে ৬ জন, ৭ম শ্রেণিতে ৪ জন এবং দিবা শাখায় ২য় শ্রেণিতে ২০ জন, ৩য় শ্রেণিতে ১৫ জন, ৪র্থ শ্রেণিতে ১০ জন, ৫ম শ্রেণিতে ১০ জন, ৯ম শ্রেণির ব্যবসায় শিক্ষা বিভাগে ৬০ ছাত্রী ভর্তি করা হবে।
আজিমপুর প্রভাতি শাখায় ২য় শ্রেণিতে ৩ জন, ৩য় শ্রেণিতে ৫ জন, ৪র্থ শ্রেণিতে ৪ জন, ৫ম শ্রেণিতে ৫ জন এবং দিবা শাখায় ৩য় শ্রেণিতে ২০ জন, ৪র্থ শ্রেণিতে ৫ জন, ৫ম শ্রেণিতে ১১ জন,৭ম শ্রেণিতে ৪ জন, ৯ম বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগে ১০ করে ছাত্রী ভর্তি করা হবে। ইংরেজি ভার্সন প্রভাতি শাখার ৮ম শ্রেণিতে ৬ জন এবং ২য় শ্রেণিতে ৯ জন, ৩য় শ্রেণিতে ১৫ জন, ৪র্থ শ্রেণিতে ১৯ জন, ৫ম শ্রেণিতে ১৫ ছাত্রী ভর্তি করা হবে।
এনএম/এআরএস/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - শিক্ষা
- ১ জাতীয় বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সদস্য হলেন আবুল কাসেম ফজলুল হক
- ২ উচ্চশিক্ষার উন্নয়নে প্রকল্পে ধীরগতি, ত্রিপক্ষীয় সভা করবে ইউজিসি
- ৩ চাকরির বয়স দুই বছর না হলে মাদরাসা শিক্ষকের বদলির সুযোগ নেই
- ৪ পাঠ্যবই ছাপাতে পাল্টা পদক্ষেপ এনসিটিবির, বেঁধে দিলো সময়সীমা
- ৫ ২৫ মার্চের আগে বই ছাপা সম্ভব নয় জানিয়ে চিঠি, পরক্ষণে চাইলেন ক্ষমা