জাতীয় স্কুল ও মাদরাসা ক্রীড়া প্রতিযোগিতা ২৮ জানুয়ারি
শীতকালীন জাতীয় স্কুল ও মাদরাসা ক্রীড়া প্রতিযোগিতা ২৮ জানুয়ারি শুরু হবে। চার দিনব্যাপী ৪৫তম জাতীয় এ প্রতিযোগিতা এবার রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিভিন্ন উপ-কমিটি করে দায়িত্ব দেয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) সূত্রে এ তথ্য জানা গেছে।
মাউশি সূত্র জানায়, রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ হাফিজু ইসলাম, খুলনা জেলা শিক্ষা কর্মকর্তা কাজী মানোয়ার হোসেনকে উৎসবের সার্বিক দায়িত্ব পালনের জন্য নির্বাচিত করা হয়েছে।
এছাড়া জামালপুরের বালিজুড়ি রওশন আরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (শা. শিক্ষা) মো. আবুল কাশেমকে উপস্থাপনা ও ধারা বর্ণনা, রাজশাহী সরকারি মাদরাসার সহকারী শিক্ষক (শা.শিক্ষা) সাঈদ আহমেদকে টেবিল টেনিস, কুষ্টিয়া জেলা স্কুলের সহকারী শিক্ষক (শা. শিক্ষা) মো. নাফিউল ইসলামকে বাস্কেটবল ও প্রাথমিক চিকিৎসা, কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (শা. শিক্ষা) মো. আনোয়ারুল আজমকে ভলিবল, রাজধানীর অগ্রণী স্কুল ও কলেজের সহকারী শিক্ষক (শা. শিক্ষা) মো. আব্দুর রোকন মাসুককে উপস্থাপনা ও ধারা বর্ণনা, ঝিনাইদহের ফজর আলী উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক (শা. শিক্ষা) মোসাম্মৎ সুরাইয়া বেগমকে ক্রিকেট, কিশোরগঞ্জের আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (শা. শিক্ষা) মো. আব্দুল্লাহকে অ্যাথরেটিকস/হকি ইভেন্ট পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে।
দায়িত্বপ্রাপ্তদের ২৭ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি মঞ্জুর করা হয়েছে। দায়িত্বপালনের জন্য সরকারি বিধি অনুযায়ি তাদের সব সুবিধা দেয়া হবে।
এনএম/জেডএইচ/এমএস
সর্বশেষ - শিক্ষা
- ১ ইউজিসি ঘেরাও করে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ
- ২ গুচ্ছ ভর্তি বহাল রাখতে ২৪ বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জরুরি নির্দেশনা
- ৩ শনিবারও বন্ধ থাকবে স্কুল, সাপ্তাহিক ছুটি দুদিনই বহাল
- ৪ মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ সালে ছুটি ৭৬ দিন, তালিকা প্রকাশ
- ৫ সরকারি-বেসরকারি স্কুলে অর্ধবার্ষিক পরীক্ষা জুনে, বার্ষিক নভেম্বরে