উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের অভিভাবকদের অবস্থান কর্মসূচি রোববার
রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের বর্ধিত বেতন প্রত্যাহারের দাবিতে অভিভাবকরা রোববার অবস্থান কর্মসূচি পালন করবেন। একই সঙ্গে তারা বিক্ষোভ মিছিল করে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ আন্দোলনরত অভিভাবকদের সঙ্গে একাত্মতা ঘোষণা করবেন।
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক ফোরামের নেত্রী আঞ্জুমান আলম জাগো নিউজকে জানান, অভিভাবকদের না জানিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ টিউশন ফি প্রায় দ্বিগুন করেছেন। এর প্রতিবাদে আমরা আন্দোলন করে আসছি। কর্মসূচির অংশ হিসেবে রোববার সকাল ৮টায় স্কুল প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করা হবে। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আন্দোলনরত অভিভাবকদের সঙ্গে একাত্মতা ঘোষণা করবো।
এনএম/এআরএস/এমএস
সর্বশেষ - শিক্ষা
- ১ ইউজিসি ঘেরাও করে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ
- ২ গুচ্ছ ভর্তি বহাল রাখতে ২৪ বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জরুরি নির্দেশনা
- ৩ শনিবারও বন্ধ থাকবে স্কুল, সাপ্তাহিক ছুটি দুদিনই বহাল
- ৪ মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ সালে ছুটি ৭৬ দিন, তালিকা প্রকাশ
- ৫ সরকারি-বেসরকারি স্কুলে অর্ধবার্ষিক পরীক্ষা জুনে, বার্ষিক নভেম্বরে