পঞ্চম ধাপে একাদশে ভর্তির আবেদন শুরু
একাদশ শ্রেণিতে ভর্তি হতে পঞ্চম ধাপের আবেদন শুরু হয়েছে। আজ মঙ্গলবার (১৫ মার্চ) থেকে আগামী ২২ মার্চ রাত ৮টা পর্যন্ত ভর্তির সুযোগবঞ্চিত শিক্ষার্থীরা অনলাইনে এ আবেদন করতে পারবে।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন জানান, যারা এর আগের চারটি ধাপে আবেদন করেও একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ পায়নি, তাদের জন্য এই পর্যায়ে আবেদন করার সুযোগ দেওয়া হচ্ছে।
তিনি বলেন, আগামী ২৩ মার্চ (বুধবার) যাচাই-বাছাই শেষে ২৪ মার্চ (বৃহস্পতিবার) রাত ৮টায় পঞ্চম ধাপের আবেদনের ফল প্রকাশ করা হবে। এরপর ২৭ ও ২৮ মার্চ বিকেল ৫টার মধ্যে বাছাইকৃত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে।
এদিকে, উচ্চমাধ্যমিকের চার ধাপে ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত সারাদেশে প্রায় অর্ধ লাখ শিক্ষার্থী ভর্তির সুযোগ পায়নি। তাদের মধ্যে অনেকে পছন্দের কলেজে আবেদন করেও ভর্তি হতে পারেনি।
এমএইচএম/এমপি/জেআইএম
সর্বশেষ - শিক্ষা
- ১ জাতীয় বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সদস্য হলেন আবুল কাসেম ফজলুল হক
- ২ উচ্চশিক্ষার উন্নয়নে প্রকল্পে ধীরগতি, ত্রিপক্ষীয় সভা করবে ইউজিসি
- ৩ চাকরির বয়স দুই বছর না হলে মাদরাসা শিক্ষকের বদলির সুযোগ নেই
- ৪ পাঠ্যবই ছাপাতে পাল্টা পদক্ষেপ এনসিটিবির, বেঁধে দিলো সময়সীমা
- ৫ ২৫ মার্চের আগে বই ছাপা সম্ভব নয় জানিয়ে চিঠি, পরক্ষণে চাইলেন ক্ষমা