৪০তম বিসিএসের স্থগিত ভাইভা শুরু ৬ ফেব্রুয়ারি
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একাধিক কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এজন্য ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছিল। স্থগিত হওয়া পরীক্ষা আগামী ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন এ তথ্য জানিয়েছেন।
পিএসসি চেয়ারম্যান বলেন, আগামী ৬ ফেব্রুয়ারি ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা আবার শুরু করা হবে। ভাইভা বোর্ডের অনেকে অসুস্থ হয়ে পড়ায় এ পরীক্ষা স্থগিত করা হয়েছিল। তারা সুস্থ হয়ে ওঠায় আবারও ভাইভা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গেছে, গত বছরের ২৭ জানুয়ারি ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় আবেদন করেছিলেন চার লাখ ১২ হাজার ৫৩২ প্রার্থী। এর মধ্যে পরীক্ষা দিয়েছেন তিন লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। তাদের মধ্যে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন। ২০১৮ সালের আগস্টে ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।
৪০তম বিসিএসে মোট এক হাজার ৯০৩ জন ক্যাডার নেওয়া হবে। এতে প্রশাসন ক্যাডারে ২০০ জন, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জনকে নিয়োগ দেওয়া হবে।
এর আগে পিএসসির চেয়ারম্যান জাগো নিউজকে বলেন, বিসিএস পরীক্ষা শেষ করতে সময়ক্ষেপণ হোক এটা আমরা চাই না। পরীক্ষা স্থগিত করা হলেও দ্রুত সময়ের মধ্যে তা আবারও শুরু করা। পরীক্ষা স্থগিতের এক সপ্তাহ পর আবারও তা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে পিএসসি।
এমএইচএম/এএএইচ/এমএস
সর্বশেষ - শিক্ষা
- ১ ছাত্রদের বিতর্কিত করে অভ্যুত্থান ব্যর্থ প্রমাণের অপচেষ্টা চলছে
- ২ গণঅভ্যুত্থানের গ্রাফিতি মুছে ফেললো গবর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল
- ৩ দেশের শিক্ষাব্যবস্থা এমন চাকরি ছাড়া কিছুই ভাবতে দিচ্ছে না
- ৪ পাঠ্যবইয়ে ত্রুটি, আওয়ামী লীগের সাবেক মন্ত্রীর ছোট ভাইকে শোকজ
- ৫ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধে হাসিনার বিদায় ত্বরান্বিত হয়: প্রেস সচিব