ভিডিও EN
  1. Home/
  2. শিক্ষা

শিক্ষার্থীরা আলোচনায় বসলে সিলেট যেতে পারি: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:৪৩ পিএম, ২৬ জানুয়ারি ২০২২

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা তাদের দাবি-দাওয়া নিয়ে আলোচনায় বসতে চাইলে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সিলেটে যাবেন বলে জানিয়েছেন।

দীপু মনি বলেন, ‘ওরা (শিক্ষার্থী) বেশ কিছুদিন ধরে আন্দোলন করেছে, অনশন করেছে। এখন হয়তো মানসিকভাবে প্রস্তুত নয়। তারা একটু গুছিয়ে উঠুক। যদি শিক্ষার্থীরা আলোচনায় বসতে চায়, আমি সিলেট যেতে পারি।’

বুধবার (২৬ জানুয়ারি) শাবিপ্রবি ইস্যু নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। রাজধানীর হেয়ার রোডে নিজ বাসভবনে শিক্ষামন্ত্রী এ প্রেস ব্রিফিং করেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক। তাদের সব দাবি-দাওয়া বাস্তবায়ন করবো। তারা অনশনে থাকায় অভিভাবকরা উৎকণ্ঠায় ছিলেন, আমরাও শঙ্কিত ছিলাম। তারা অনশন ভেঙেছে, এজন্য তাদের সাধুবাদ জানাচ্ছি। শিক্ষক-শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় প্রশাসন, সরকার সবাই একপক্ষ। এখানে কোনো দুই পক্ষ নেই।’

আন্দোলনে অর্থায়নের অভিযোগে গ্রেফতার পাঁচ শিক্ষার্থীকে জেলে পাঠানো হয়নি জানিয়ে মন্ত্রী বলেন, ‘যাদের গ্রেফতার করা হয়েছিল, তাদের ছেড়ে দেওয়া হয়েছে। তাদের জামিন হয়েছে। তারা যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়টা আমরা দেখবো।’

এমএইচএম/এএএইচ/জিকেএস