চীনে উচ্চ শিক্ষার সুযোগ
উচ্চ শিক্ষার জন্য বর্তমানে চীন হয়ে উঠেছে ছাত্র-ছাত্রীদের জন্য নতুন পছন্দের দেশ। চীনে এমবিবিএস ব্যতীত অন্যান্য বিষয়ে পড়াশুনার মান অত্যন্ত ভালো। তাছাড়া চাইনিজ ল্যাংগুয়েজ কোর্স করেও অনেকে জব পারমিট নিয়ে চাকরি করছেন দেশটিতে।
এ ল্যাংগুয়েজের সুবিধা নিয়ে আবার অনেকেই ব্যবসায় বেশ সাফল্য লাভ করেছেন। চীনে আগামী বছরগুলোতে কর্মঠ যুবকের সংখ্যা হবে প্রয়োজনের তুলনায় কম। ফলে দেশটির প্রয়োজন হবে বিদেশি জনবল।
এরূপ অবস্থায় বিদেশি ছাত্র-ছাত্রীরাও সেখানে নিজেদের ক্যারিয়ার গড়তে পারবেন। ‘এএমই ফরেইন স্টাডি সার্ভিস নামের একটি প্রতিষ্ঠান’ চীনে বৃত্তিসহ উচ্চ শিক্ষা ও জব সুবিধা শিরোনামে সেমিনার করছে।
সেখানে সরাসরি কথা বলবেন ন্যানটং কলেজ অব সায়েন্স অ্যান্ড টেকনোজির (যা সাংহাইয়ের নিকট ন্যানটংয়ে অবস্থিত) প্রিন্সিপাল। আরও তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন এই নম্বরে- ০২-৯১১৩৬৮০, ০১৭৩৩৩৫৮০৫৮ এবং ০২-৯২২৩৬৮০।
বিএ
সর্বশেষ - শিক্ষা
- ১ জাতীয় বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সদস্য হলেন আবুল কাসেম ফজলুল হক
- ২ উচ্চশিক্ষার উন্নয়নে প্রকল্পে ধীরগতি, ত্রিপক্ষীয় সভা করবে ইউজিসি
- ৩ চাকরির বয়স দুই বছর না হলে মাদরাসা শিক্ষকের বদলির সুযোগ নেই
- ৪ পাঠ্যবই ছাপাতে পাল্টা পদক্ষেপ এনসিটিবির, বেঁধে দিলো সময়সীমা
- ৫ ২৫ মার্চের আগে বই ছাপা সম্ভব নয় জানিয়ে চিঠি, পরক্ষণে চাইলেন ক্ষমা