ভিডিও EN
  1. Home/
  2. শিক্ষা

অনার্স ৩য় বর্ষের পরীক্ষা পেছানোর দাবি

প্রকাশিত: ০৬:৩৫ এএম, ০৩ জানুয়ারি ২০১৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষের পরীক্ষা এক মাস পেছানোর দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, অনার্স ২য় বর্ষের পরীক্ষা গত জুন মাসে শেষ হয়ে সেপ্টেম্বর মাসে রেজাল্ট হয়। আর এরই মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় আবার আনার্স ৩য় বর্ষের পরীক্ষা জানুয়ারির ২০ তারিখে  অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে। এই অল্প সময়ের মধ্যে আমরা পরীক্ষার প্রস্তুতি কিভাবে নেবো?

তারা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমন অনৈতিক সিদ্ধান্ত আমরা মানি না। সেশন জট কমানোর নামে এক বছরের কোর্স ৬ মাসে সমাপ্তির সিদ্ধান্ত নিয়ে শিক্ষার্থীদের জীবন বিপন্ন করা চলবে না।

এসময় তিতুমীর কলেজের শিক্ষার্থী পিয়াস আহমেদ, ঢাকা কলেজের রনি, কবি নজরুল কলেজের কামরুল হাসান, ইডেন কলেজের উম্মে খায়রুল তিমিসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা  মানববন্ধনে অংশ নেন।

এএস/এসকেডি/এমএস