এইচএসসি: অনুপস্থিত ৩৯৫৬ পরীক্ষার্থী
এইচএসসি পরীক্ষার ১৩তম দিনে দেশের ৯টি শিক্ষা বোর্ডে প্রায় ৪ হাজার পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। বুধবার (২২ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয় জানিয়েছে, এদিন সকালের পরীক্ষায় অনুপস্থিত ছিল ৩ হাজার ৯৫২ জন। বিকেলের পরীক্ষায় অনুপস্থিত ছিল চারজন।
বুধবার সকালে হয় ভূগোল (তত্ত্বীয়) প্রথমপত্র পরীক্ষা। এতে ঢাকা শিক্ষাবোর্ডে অনুপস্থিত থাকে ৮৪৮ জন, চট্টগ্রাম বোর্ডে ১৩ জন, রাজশাহী বোর্ডে ১ হাজার ৩৫৫ জন, বরিশাল বোর্ডে ৯৯ জন, সিলেট বোর্ডে ৯ জন, দিনাজপুর বোর্ডে ৪৮০ জন, কুমিল্লা বোর্ডে ৬৩ জন, ময়মনসিংহ বোর্ডে ১৬৬ জন এবং যশোর বোর্ডে ৯১৯ জন।
বিকেলে হয় আরবি প্রথমপত্র পরীক্ষা। এতে রাজশাহী শিক্ষাবোর্ডে অনুপস্থিত থাকে তিনজন ও বরিশাল বোর্ডে একজন।
সাধারণত প্রতি বছরের এপ্রিলে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হলেও এ বছর করোনা মহামারির কারণে এই পাবলিক পরীক্ষা ডিসেম্বরের প্রথম সপ্তাহে নেওয়ার ঘোষণা দেয় সরকার।
এমএইচএম/এমআরআর/এএসএম
সর্বশেষ - শিক্ষা
- ১ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধে হাসিনার বিদায় ত্বরান্বিত হয়: প্রেস সচিব
- ২ সরকারিতে আসনের চারগুণ আবেদন, সাড়া নেই বেসরকারিতে
- ৩ সাত কলেজের ফেল করা শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা
- ৪ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্মরণসভা করার নির্দেশ
- ৫ পিএইচডি-এমফিলধারী ২০৬ শিক্ষককে সংবর্ধনা দিলো জমিয়াতুল মোদার্রেছীন