জেএসসির সনদ প্রদানের সময় বাড়লো
জুনিয়র স্কুল সার্টিফিকেটের (জেএসসি) সনদ দিতে অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে।
নতুন ঘোষণা অনুযায়ী ফরম পূরণ করা যাবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। গত ১১ ডিসেম্বর থেকে জেএসসির ফরম পূরণ শুরু হয়। চলার কথা ছিল ২০ ডিসেম্বর পর্যন্ত।
সোমবার (২০ ডিসেম্বর) এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আমিরুল ইসলামের সই করা একটি অফিস আদেশ জারি করা হয়।
এতে বলা হয়, ২০২১ সালের জেএসসি পরীক্ষার শিক্ষার্থীদের অনলাইনে ফরম পূরণের সময় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হলো। এই সময়ের মধ্যে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।
ফরম পূরণে ব্যর্থ শিক্ষার্থীরা অষ্টম শ্রেণিতে অনুত্তীর্ণ হিসেবে বিবেচিত হবে, অর্থাৎ নবম শ্রেণিতে ভর্তি ও রেজিস্ট্রেশন করার সুযোগ পাবে না।
করোনা পরিস্থিতির কারণে এবার জেএসসি পরীক্ষা না নিয়ে অটো পাস দেওয়া হয়। অটো পাস হলেও শিক্ষার্থীদের দেওয়া হবে সনদ। আর সেই সনদ পেতে অনলাইনে ফরম পূরণ করতে হবে।
এমএইচএম/জেডএইচ/
সর্বশেষ - শিক্ষা
- ১ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধে হাসিনার বিদায় ত্বরান্বিত হয়: প্রেস সচিব
- ২ সরকারিতে আসনের চারগুণ আবেদন, সাড়া নেই বেসরকারিতে
- ৩ সাত কলেজের ফেল করা শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা
- ৪ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্মরণসভা করার নির্দেশ
- ৫ পিএইচডি-এমফিলধারী ২০৬ শিক্ষককে সংবর্ধনা দিলো জমিয়াতুল মোদার্রেছীন