ভিডিও EN
  1. Home/
  2. শিক্ষা

রংপুরে ৬ লাখ শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:৩৫ এএম, ০১ জানুয়ারি ২০১৬

বছরের প্রথম দিনে রংপুর জেলায় প্রায় ছয় লাখ শিক্ষার্থীর মাঝে নতুন বই বিতরণ শুরু হয়েছে। আনন্দ-উল্লাসের মধ্যদিয়ে শুক্রবার সকাল থেকে শিক্ষার্থীরা নতুন বই নেয়ার জন্য নিজ নিজ বিদ্যালয়ে উপস্থিত হয়।

সকাল ১১টায় নগরীর জুম্মাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে পাঠ্যপুস্তক তুলে দিয়ে বিতরণ উৎসবের উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার মুহাম্মদ দিলোয়ার বখত। এ সময় প্রাথমিক শিক্ষা অধিদফতরের রংপুর বিভাগীয় উপ-পরিচালক মহিউদ্দিন আহমেদ তালুকদারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, এবার রংপুর জেলায় এক হাজার ৪৪৭টি স্কুলে পাঁচ লাখ ৯৩ হাজার ২০৬ জন ছাত্র/ছাত্রীর মাঝে ২৫ লাখ ৯১ হাজার ৪৬১টি বই বিতরণ করা হবে।

এছাড়া রংপুর বিভাগের আট জেলায় ৯ হাজার ৩৫১টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ লাখ ৪৪ হাজার ৭৮৬ জন শিক্ষার্থীদের এক কোটি ৩৯ লাখ ৮৭ হাজার ২৪৯টি পাঠ্য বই বিতরণ করা হবে বলে বিভাগীয় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান।

জিতু কবীর/এআরএ/পিআর