৪৩ প্রতিষ্ঠানের কেউ পাস করেনি
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল পরীক্ষায় এবার সারা দেশে মোট ৮ হাজার ৫৮৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পরীক্ষার্থী পাস করলেও ৪৩টি প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা শতভাগ ফেল করেছে। বৃহস্পতিবার প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।
জানা যায়, এবার সারা দেশে ১৯ হাজার ৪৬৭টি স্কুল এবং ৯ হাজার ৮০টি মাদরাসার শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৫ হাজার ৭৯৯টি স্কুলের এবং ২ হাজার ৭৮৪টি মাদরাসার শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। অপর দিকে ২৩টি স্কুলের এবং ২০টি মাদরাসার শতভাগ পরীক্ষার্থী ফেল করেছে।
এনএম/একে/পিআর
সর্বশেষ - শিক্ষা
- ১ পাঠ্যবইয়ে ত্রুটি, আওয়ামী লীগের সাবেক মন্ত্রীর ছোট ভাইকে শোকজ
- ২ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধে হাসিনার বিদায় ত্বরান্বিত হয়: প্রেস সচিব
- ৩ সরকারিতে আসনের চারগুণ আবেদন, সাড়া নেই বেসরকারিতে
- ৪ সাত কলেজের ফেল করা শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা
- ৫ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্মরণসভা করার নির্দেশ