আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে শতভাগ পাস
প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। বৃহস্পতিবার ফল প্রকাশ হওয়ার পর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহান আরা বেগম এ তথ্য জানান
তিনি আরো জানান, এবার স্কুলটি থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষায় অংশ নেয় ২ হাজার ১৯৭ জন শিক্ষার্থী। এছাড়া জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় অংশ নেয় ১ হাজার ৬শ` ২৩ জন শিক্ষার্থী।
জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা সম্পর্কে তিনি বলেন, ১ হাজার ৬শ` ২৩ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪৮১ জন।
এএস/আরএস/আরআইপি
সর্বশেষ - শিক্ষা
- ১ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধে হাসিনার বিদায় ত্বরান্বিত হয়: প্রেস সচিব
- ২ সরকারিতে আসনের চারগুণ আবেদন, সাড়া নেই বেসরকারিতে
- ৩ সাত কলেজের ফেল করা শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা
- ৪ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্মরণসভা করার নির্দেশ
- ৫ পিএইচডি-এমফিলধারী ২০৬ শিক্ষককে সংবর্ধনা দিলো জমিয়াতুল মোদার্রেছীন