আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে শতভাগ পাস
প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। বৃহস্পতিবার ফল প্রকাশ হওয়ার পর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহান আরা বেগম এ তথ্য জানান
তিনি আরো জানান, এবার স্কুলটি থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষায় অংশ নেয় ২ হাজার ১৯৭ জন শিক্ষার্থী। এছাড়া জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় অংশ নেয় ১ হাজার ৬শ` ২৩ জন শিক্ষার্থী।
জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা সম্পর্কে তিনি বলেন, ১ হাজার ৬শ` ২৩ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪৮১ জন।
এএস/আরএস/আরআইপি
সর্বশেষ - শিক্ষা
- ১ মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ সালে ছুটি ৭৬ দিন, তালিকা প্রকাশ
- ২ সরকারি-বেসরকারি স্কুলে অর্ধবার্ষিক পরীক্ষা জুনে, বার্ষিক নভেম্বরে
- ৩ জাতীয় বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সদস্য হলেন আবুল কাসেম ফজলুল হক
- ৪ উচ্চশিক্ষার উন্নয়নে প্রকল্পে ধীরগতি, ত্রিপক্ষীয় সভা করবে ইউজিসি
- ৫ চাকরির বয়স দুই বছর না হলে মাদরাসা শিক্ষকের বদলির সুযোগ নেই