শিক্ষার্থীদের উচ্ছ্বাসে প্রকম্পিত ভিকারুননিসা
প্রাথমিক স্কুল সার্টিফিকেট (পিএসসি) এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফলাফলের সাফল্যে উচ্ছ্বাসিত ভিকারুননিসা নূন স্কুলের শিক্ষার্থীরা। জেএসসিতে পাসের হার শতভাগ। তবে জিপিএ-৫ পেয়েছে শতকরা ৯৫ ভাগ। কাঙ্ক্ষিত ফল পেয়ে আনন্দ-উচ্ছ্বাসে স্কুল প্রাঙ্গণ প্রকম্পিত করে রেখেছে স্কুলের শিক্ষার্থীরা। এর সঙ্গে যোগ হয়েছে বাদ্যযন্ত্র আর মেয়েদের সেলফি তোলার উৎসব।
এর আগে বৃহস্পতিবার দুপুরে সারাদেশে একসঙ্গে প্রকাশিত হয় পিএসসি ও জেএসসির ফলাফল। এর কিছুক্ষণ ভিকারুননিসা স্কুল প্রাঙ্গণে টাঙ্গানো হয় ফলাফল। নিজ চোখে ফলাফল দেখে বাঁধভাঙা উল্লাসে ফেটে পড়ছে শিক্ষার্থীরা। তবে অনেক শিক্ষার্থী আগেভাগেই ইন্টারনেট থেকে ফলাফল জেনে স্কুলে উৎসব করতে এসেছে।
জেএসসির শিক্ষার্থী শ্যামলী আক্তার জানান, স্কুলের শিক্ষক-শিক্ষিকারা বিশেষ যত্ন নিয়ে আমাদের পড়াশুনা করান। বাড়িতেও বাবা-মা নিয়মিত পড়াশুনার খোঁজ খবর রাখেন। তাই আমি জিপিএ ৫ পেয়েছি।
পিএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী শান্তা ইসলাম মনি জাগো নিউজকে বলেন, অনেক টেনশনের পর অবশেষে রেজাল্ট পেলাম। বাবা-মা আমাদের ভালো ফলাফলের জন্য খুব কষ্ট করেছেন। তাই জিপিএ-৫ পেয়ে আমি খুব খুশি। আমি জেএসসিতেও জিপিএ-৫ পেতে চাই। ভবিষ্যতে আমি ফ্যাশন ডিজাইনার হতে চাই।
এদিকে নিজেদের সন্তানের ভালো ফলাফলের পেছনে ‘স্থির রাজনৈতিক পরিবেশের’ কথা উল্লেখ করেন অভিভাবক শাহানা বেগম। অন্য অভিভাবক শাহনাজ নূর অবশ্য ‘প্রশ্নপত্র ফাঁস না হওয়া’কে ভালো ফলাফলের কারণ উল্লেখ করেছেন। তিনি জাগো নিউজকে বলেন, প্রশ্নপত্র ফাঁস হলে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের আতংক আর মেন্টাল চাপ তৈরি হয়। এবার প্রশ্ন ফাঁস হয়নি বলেই তারা স্বতস্ফূর্তভাবে পরীক্ষা দিতে পেড়েছে।
ফলাফলের বিষয়ে স্কুলের অধ্যক্ষ সুফিয়া খাতুন সাংবাদিকদের জানান, শিক্ষার্থীদের ফলাফলে আমরা সন্তুষ্ট। ভিকারুননিসার প্রতিটি শিক্ষকের শ্রম, মেধা, সময়সূচি ও কর্মজ্ঞানের কারণেই ফলাফল ভালো হয়েছে। আশা করি ভবিষ্যতেও ভালো ফলাফল করে শিক্ষার্থীরা ভিকারুননিসার ঐতিহ্য বহাল রাখবে।
এআর/জেডএইচ/পিআর
সর্বশেষ - শিক্ষা
- ১ পেছনের শিক্ষাক্রমে ফেরার লড়াই প্রাথমিক-মাধ্যমিকের শিক্ষার্থীদের
- ২ ইউজিসি ঘেরাও করে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ
- ৩ গুচ্ছ ভর্তি বহাল রাখতে ২৪ বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জরুরি নির্দেশনা
- ৪ শনিবারও বন্ধ থাকবে স্কুল, সাপ্তাহিক ছুটি দুদিনই বহাল
- ৫ মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ সালে ছুটি ৭৬ দিন, তালিকা প্রকাশ