পিএসসিতে জিপিএ-৫ দুই লাখ ৭৫ হাজার ৯৮০
প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষায় এবার পাস করেছে ২৭ লাখ ৯৭ হাজার ২৭৪ জন পরীক্ষার্থী। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৭৫ হাজার ৯৮০ জন। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণলায় প্রকাশিত ফলাফল সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
সূত্র মতে, এ বছর পিএসসিতে ২৮ লাখ ৩৯ হাজার ২৩৮ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। এর মধ্যে পাস করেছে ২৭ লাখ ৯৭ হাজার ২৭৪ জন। পাসের হার ৯৮ দশমিক ৫২ শতাংশ। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১২ লাখ ৭৭ হাজার ১৪৬ জন ছাত্র ও ১৫ লাখ ২০ হাজার ১২৮ জন ছাত্রী। ছাত্রীদের পাসের হার ৪৫ দশমিক ৬৬ শতাংশ এবং ছাত্রদের পাসের হার ৫৪ দশমিক ৩৪ শতাংশ। এছাড়া বিশেষ চাহিদা সম্পন্ন ৪ হাজার ৪শ` ১০ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ হাজার ২৩ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
সাতটি বিভাগের মধ্যে এবার পাসের হারে শীর্ষে রয়েছে রাজশাহী বিভাগ এবং সর্বোনিম্নে সিলেট। রাজশাহী বিভাগে ২ লাখ ২৩ হাজার ৭৫৪ জনের মধ্যে পাস করেছে ২ লাখ ১৮ হাজার ৮৪ জন, পাসের হার ৯৯ ভাগ। খুলনা বিভাগে ২ লাখ ৮২ হাজার ৬৮১ জনের মধ্যে পাস করেছে ২ লাখ ৭৯ হাজার ৭৬৭ জন, পাসের হার ৯৮ দশমিক ৯৭ শতাংশ। ঢাকা বিভাগে ৮ লাখ ৮৫ হাজার ৮ জনের মধ্যে পাস করেছে ৮ লাখ ৭৩ হাজার ৮৭০ জন, পাসের হার ৯৮ দশমিক ৭৪ শতাংশ। চট্টগ্রাম বিভাগে ৫ লাখ ৯৪ হাজার ২৪৮ জনের মধ্যে পাস করেছে ৫ লাখ ৮৪ হাজার ৮১২ জন, পাসের হার ৯৮ দশমিক ৪১ শতাংশ।
এছাড়া বরিশাল বিভাগে ১ লাখ ৬৮ হাজার ৩৪৫ জনের মধ্যে পাস করেছে ১ লাখ ৬৫ হাজার ৪৯০ জন, পাসের হার ৯৮ দশমিক ৩০ শতাংশ। সিলেট বিভাগে ২ লাখ ২৪ হাজার ৭৭৪ জনের মধ্যে পাস করেছে ২ লাখ ১৭ হাজার ৫৫৫ জন, পাসের হার ৯৬ দশমিক ৭৯ শতাংশ। রংপুর বিভাগে ৩ লাখ ৫৩ হাজার ৬৬৪ জনের মধ্যে পাস করেছে ৩ লাখ ৪৮ হাজার ৫১৬ জন, পাসের হার ৯৮ দশমিক ৫৬ শতাংশ।
এ বছর প্রাথমিকে ২৯ লাখ ৫০ লাখ ৯২৮ জন পরীক্ষায় অংশ নেয়ার জন্য নিবন্ধন করলেও পরীক্ষায় ১ লাখ ৫৩ হাজার ১৫৮ জন অনুপস্থতি ছিল। ইবতেদায়িতে ৩ লাখ ৬ হাজার ১৯৩ জন পরীর্ক্ষাথী নিবন্ধন করে ৪১ হাজার ৮৮৪ জন অনুপস্থিত ছিল। অনুপস্থিত পরীর্ক্ষাথীদের মধ্যে ছাত্র ২৫ হাজার ৪১৬ জন এবং ১৬ হাজার ৪৩২ জন ছাত্রী।
এনএম/আরএস/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - শিক্ষা
- ১ ইউজিসি ঘেরাও করে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ
- ২ গুচ্ছ ভর্তি বহাল রাখতে ২৪ বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জরুরি নির্দেশনা
- ৩ শনিবারও বন্ধ থাকবে স্কুল, সাপ্তাহিক ছুটি দুদিনই বহাল
- ৪ মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ সালে ছুটি ৭৬ দিন, তালিকা প্রকাশ
- ৫ সরকারি-বেসরকারি স্কুলে অর্ধবার্ষিক পরীক্ষা জুনে, বার্ষিক নভেম্বরে