মোবাইল ব্যাংকিংয়ে শিক্ষা প্রতিষ্ঠানে বেতন পরিশোধ শুরু
মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের বেতন পরিশোধ কার্যক্রম শুরু হচ্ছে। মঙ্গলবার রাতে রাজধানীর ঢাকা কলেজে এ কর্মসূচির উদ্ধোধন করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
জানা গেছে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এফএসআইএল ফার্স্ট পে শিওরক্যাশ অ্যাডুকেশন পেমেন্ট সার্ভিসের মাধ্যমে এ সুযোগ পাবেন শিক্ষার্থীরা।
উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেফ মো. আলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ঢাকা কলেজের অধক্ষ্য অধ্যাপক তুহিন আফরোজা আলম। এ কার্যক্রমের ফলে শিক্ষার্থী ও অভিভাবকরা এখন থেকে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে বেতন পরিষোধ করতে হবে না।
এনএম/এএইচ/পিআর
সর্বশেষ - শিক্ষা
- ১ মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ সালে ছুটি ৭৬ দিন, তালিকা প্রকাশ
- ২ সরকারি-বেসরকারি স্কুলে অর্ধবার্ষিক পরীক্ষা জুনে, বার্ষিক নভেম্বরে
- ৩ জাতীয় বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সদস্য হলেন আবুল কাসেম ফজলুল হক
- ৪ উচ্চশিক্ষার উন্নয়নে প্রকল্পে ধীরগতি, ত্রিপক্ষীয় সভা করবে ইউজিসি
- ৫ চাকরির বয়স দুই বছর না হলে মাদরাসা শিক্ষকের বদলির সুযোগ নেই