ভিডিও EN
  1. Home/
  2. শিক্ষা

উপজেলা-থানা শিক্ষা অফিসে হবে মাল্টিমিডিয়া কনফারেন্স রুম

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:৪৫ এএম, ০২ নভেম্বর ২০২১

করোনার কারণে প্রায় দেড় বছরের বেশি সময় স্কুল-কলেজ বন্ধ থাকার পর শুরু হয়েছে সশরীরে পাঠদান। এবার শিক্ষা কার্যক্রম মনিটরিং ও যুগোপযোগী করতে উপজেলা ও থানা শিক্ষা অফিসে মাল্টিমিডিয়া কনফারেন্স রুম তৈরি করতে চায় সরকার। এ লক্ষ্যে এরই মধ্যে শিক্ষা অফিসের অবকাঠামোগত তথ্য চাওয়া হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা অফিসারদের অধিদপ্তরে তথ্য পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়, আইসিটির মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষার প্রচলন প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) আওতায় মাল্টিমিডিয়া কনফারেন্স রুম তৈরির জন্য উপজেলা ও মহানগরের থানা শিক্ষা কার্যালয়ের অবকাঠামোগত তথ্য প্রয়োজন। তাই নির্ধারিত ছক অনুযায়ী মাল্টিমিডিয়া কনফারেন্স রুম তৈরির জন্য উপজেলা ও মহানগর থানা শিক্ষা কার্যালয়ের অবকাঠামোগত তথ্য আগামী তিন কর্মদিবসের মধ্যে ইমেইল ([email protected]) পাঠানোর অনুরোধ করা হলো।

নির্ধারিত ছকে উপজেলা বা থানার নাম, নিজস্ব ভবন কিনা, ভাড়াবাড়ি কিনা, উপজেলা কমপ্লেক্স কিনা, অন্যান্য ক্যাটাগরি থাকলে— তা উল্লেখ করতে হবে। এছাড়া অফিসের মোট আয়তন (বর্গ ফুট), মোট কক্ষ সংখ্যা, কনফারেন্স রুম আছে কিনা, ভবনে কনফারেন্স রুম থাকলে তার অবস্থান কোন তলায় তা উল্লেখ করে আয়তনও জানাতে হবে।

এমএইচএম/এমএএইচ/জেআইএম