শিক্ষামন্ত্রীকে মাদ্রাসা শিক্ষকদের অভিনন্দন
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে অভিনন্দন জানিয়েছেন মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের সংগঠন জমিয়াতুল মোদার্রেছীন। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ৮ম জাতীয় বেতন স্কেল প্রদান করায় শিক্ষামন্ত্রীকে এ অভিনন্দন জানানো হয়। সোমবার রাতে সংগঠনের নেতারা শিক্ষামন্ত্রীর বাসায় গিয়ে তাকে গলায় ফুলের মালা পড়িয়ে অভিনন্দন জানান।
জানা গেছে, জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব অধ্যক্ষ শাব্বীর আহমেদ মোমতাজীর নেতৃত্বে শতাধিক শিক্ষক-কর্মচারী মন্ত্রীর বাসায় গিয়ে এ সংবর্ধনা জানান। সংগঠনের পক্ষ থেকে মন্ত্রীর গলায় ফুলের মালা পড়িয়ে দেয়া হয় এবং মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শিক্ষক নেতারা।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান একেএম সায়েফ উল্লাহ, অধ্যক্ষ মাওলানা আবু বকর সিদ্দিক, অধ্যক্ষ মাওলানা আব্দুর রাজ্জাক, অধ্যক্ষ মাওলানা হাসান মাসুদ, অধ্যক্ষ মাওলানা জাফর সাদেক, অধ্যক্ষ মাওলানা আব্দুল আলীম রেজভী, অধ্যক্ষ মাওলানা ইজহার, অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম আল- মারুফসহ ঢাকা মহানগরীর বিভিন্ন মাদ্রাসার প্রধানরা।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন দেশে মাদ্রাসা শিক্ষা উন্নয়নে সকল বিষয়ে সরকারকে সহযোগিতা করে আসছে। এই অবস্থান প্রশংসার দাবিদার। মন্ত্রী মাদ্রাসা শিক্ষার উন্নয়নে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে শিক্ষকদের আন্তরিকতার সাথে শ্রেণি কক্ষে পাঠদানের অনুরোধ জানান। সংবর্ধনা দেয়ায় মন্ত্রী প্রতিনিধি দলের সবাইকে ধন্যবাদ জানান। সংবর্ধনা অনুষ্ঠানের শেষে দেশ-জাতির কল্যাণ, প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের শুভ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
এনএম/এআরএস/এমএস
সর্বশেষ - শিক্ষা
- ১ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধে হাসিনার বিদায় ত্বরান্বিত হয়: প্রেস সচিব
- ২ সরকারিতে আসনের চারগুণ আবেদন, সাড়া নেই বেসরকারিতে
- ৩ সাত কলেজের ফেল করা শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা
- ৪ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্মরণসভা করার নির্দেশ
- ৫ পিএইচডি-এমফিলধারী ২০৬ শিক্ষককে সংবর্ধনা দিলো জমিয়াতুল মোদার্রেছীন