ভিডিও EN
  1. Home/
  2. শিক্ষা

বিসিএসে শ্রুতিলেখকের জন্য আবেদন ৩১ ডিসেম্বর

প্রকাশিত: ০৩:৫০ পিএম, ২১ ডিসেম্বর ২০১৫

৩৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আবেদনকারী প্রতিবন্ধীদের সহায়তার জন্য শ্রুতিলেখকের জন্য আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে। সোমবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আইম নেছার উদ্দিন সাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৮ জানুয়ারি সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১১টা পর্যন্ত ৩৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে অংশ গ্রহণকারী প্রতিবন্ধীদের শ্রুতিলেখক পেতে ঢাকা বিশ্বিবিদ্যালয়ের অধ্যাদেশ অনুযায়ী, প্রতিবন্ধী প্রার্থীদের শ্রুতিলেখক প্রয়োজন হলে তাদেরকে শ্রুতিলেখকদের শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত ঢাকা বিশ্বাবিদ্যালয়ের অধ্যাদেশের ৫২ বি ধারা অনুযায়ী পিএসসি অনুমোদিত শ্রুতিলেখসহ পরীক্ষা হলে উপস্থিত হতে হবে।

কমিশনের অনুমোদন ছাড়া নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা বহির্ভূত কোন ব্যক্তিকে শ্রুতিলেখক হিসেবে গ্রহণ করা হবে না। যিনি শ্রুতিলেখক হিসেবে দায়িত্ব পালন করবেন তার শিক্ষাগত সনদ, তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছাবি, শ্রুতি লেখক বর্তমানে অধ্যায়নরত থাকলে সে বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্র, প্রত্যায়নপত্র সত্যায়িত কপি এবং ধারা অনুযায়ী ডাক্তারি প্রত্যয়নপত্রসহ আগামী ৩১ ডিসেম্বর তারিখের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) এর দফতরে পৌঁছাতে হবে।

আবেদনের পরিপ্রেক্ষিতে পিএসসি থেকে অনুমোদিত শ্রুতি লেখকের নামে ইস্যু করা ছবিযুক্ত অনুমতিপত্রসহ পরীক্ষা হলে উপস্থিত হতে হবে, অনুমোদিত শ্রুতি লেখক ছাড়া গ্রহণযোগ্য হবে না।

প্রসঙ্গত, বিভিন্ন ক্যাডারে ২১৮০ জনকে নিয়োগ দিয়ে চলতি বছরের ৩১ মে বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

এনএম/এসএইচএস/আরআইপি