ঢাবি ভর্তি: দালালের খপ্পরে না পড়তে সতর্ক করলো ছাত্রলীগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অভিভাবককে দালালের খপ্পরে পড়ে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার অনুরোধ জানিয়েছে ঢাবি ছাত্রলীগ।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ অনুরোধ জানান ঢাবি ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস।
তিনি বলেন, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের যারা অভিভাবক রয়েছেন তারা যেন কোনোভাবেই দালালের খপ্পরে পড়ে অবৈধ আর্থিক লেনদেন না করেন। আমরা অনুরোধ করবো সর্বোচ্চ প্রস্তুতির মাধ্যমে এবং স্বচ্ছ পরীক্ষার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হোন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অসুদপায়ের বাইরে নিয়ে আসার চেষ্টা করে যাচ্ছে। আমরা এবারও চাইবো সব ধরনের ডিজিটাল জালিয়াতি বন্ধের মাধ্যমে এবং সুন্দর ও সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হোক।
সংবাদ সম্মেলনে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেওয়া কর্মসূচিগুলো তুলে ধরা হয়।
কর্মসূচির মধ্যে রয়েছে- স্থায়ী তথ্যকেন্দ্র থেকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ, স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করা, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, পরীক্ষাকেন্দ্র পরিচিতির জন্য সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক নিয়োজিত রাখা, শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে ‘জয় বাংলা বাইক সার্ভিস’, কলম ও আনুষঙ্গিক শিক্ষা উপকরণ বিতরণ, খাবার পানির ব্যবস্থা, শিক্ষার্থীদের ব্যবহৃত অথচ পরীক্ষা কেন্দ্রে বহন অনুপযোগী জিনিসপত্র রাখার ব্যবস্থা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য হুইলচেয়ার ও প্রয়োজনীয় লজিস্টিক সরবরাহ, অভিভাবকদের বিশ্রামের ব্যবস্থা, তাৎক্ষণিক চিকিৎসা সেবা প্রদানের জন্য মেডিকেল ক্যাম্প এবং ৭টি বিভাগের পরীক্ষাকেন্দ্র এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যেসব নেতাকর্মী উপস্থিত আছেন, তারা শিক্ষার্থীদের সহায়তায় পদক্ষেপ নেবে।
জেডএইচ/এএসএম
সর্বশেষ - শিক্ষা
- ১ জাতীয় বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সদস্য হলেন আবুল কাসেম ফজলুল হক
- ২ উচ্চশিক্ষার উন্নয়নে প্রকল্পে ধীরগতি, ত্রিপক্ষীয় সভা করবে ইউজিসি
- ৩ চাকরির বয়স দুই বছর না হলে মাদরাসা শিক্ষকের বদলির সুযোগ নেই
- ৪ পাঠ্যবই ছাপাতে পাল্টা পদক্ষেপ এনসিটিবির, বেঁধে দিলো সময়সীমা
- ৫ ২৫ মার্চের আগে বই ছাপা সম্ভব নয় জানিয়ে চিঠি, পরক্ষণে চাইলেন ক্ষমা