সেই পুরোনো পরিবেশ ফিরে এসেছে: গণশিক্ষা প্রতিমন্ত্রী
বৈশ্বিক মহামারি করোনাভাইরাস এখনো পুরোপুরি শেষ হয়ে যায়নি। এ অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে আজ থেকে।শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ভেতরে শারীরিক দূরত্ব বজায় রেখেই পাঠদানে অংশ নেয় শিক্ষার্থীরা।
তবে শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে অভিভাবকদের বড় ধরনের জটলা দেখা গেছে। তাই বাইরে বা প্রধান গেট সংলগ্ন স্থানে অভিভাবকদের অযথা জটলা না করার অনুরোধ জানিয়েছেন প্রাথমিক ও গণ শিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।
রোববার (১২ সেপ্টেম্বর) মতিঝিল আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, অনেকদিন পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলায় শিক্ষার্থীরা আনন্দিত। তারা শারীরিক দূরত্ব বজায় রেখে পাঠদানে অংশ নিয়েছে। নিজেরাই হ্যান্ড স্যানিটাইজার নিয়ে এসেছে, মাস্ক পড়েছে এবং বিদ্যালয় কর্তৃপক্ষও তাদের হ্যান্ড থার্মাল দিয়ে তাপমাত্রা মেপে দেখছেন। মনে হচ্ছে সেই পুরোনো পরিবেশ ফিরে এসেছে।
তিনি বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। আমাদের মনিটরিং টিম কাজ করছে। তাছাড়া শিক্ষার্থীদের কাউন্সিলিং করা হচ্ছে নিজ নিজ বাসা-বাড়ি পরিষ্কারের জন্য। তবে করোনা পরিস্থিতি এখনো সম্পূর্ণ শেষ হয়ে যায়নি তাই অভিভাবকদের বলবো শিক্ষা প্রতিষ্ঠানের সামনে অযথা ভিড় করবেন না। শিক্ষার্থীরা যেমন শারীরিক দূরুত্ব মানছেন আপনারাও সেটা মেনে চলুন।
এ সময় উপস্থিত ছিলেন মতিঝিল আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা খানমসহ স্থানীয় কাউন্সিলর ও মন্ত্রণালয়ে কর্মকর্তারা।
ইএআর/এমএসএম/জিকেএস
সর্বশেষ - শিক্ষা
- ১ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধে হাসিনার বিদায় ত্বরান্বিত হয়: প্রেস সচিব
- ২ সরকারিতে আসনের চারগুণ আবেদন, সাড়া নেই বেসরকারিতে
- ৩ সাত কলেজের ফেল করা শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা
- ৪ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্মরণসভা করার নির্দেশ
- ৫ পিএইচডি-এমফিলধারী ২০৬ শিক্ষককে সংবর্ধনা দিলো জমিয়াতুল মোদার্রেছীন