প্রার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্ব পালন করতে পারবেন না
আসন্ন পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সঙ্গে জড়িত থাকলে তারা কোনো দায়িত্বপালন করতে পারবেন না। নির্বাচনকে প্রভাবমুক্ত করতে নির্বাচন কমিশনের সুপারিশের আলোকে শিক্ষা মন্ত্রাণালয়ের নির্দেশে বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর।
আদেশে বলা হয়েছে, নির্বাচনী আচারণ বিধিমালা ২০১৫ এর বিধি ২৪ অনুযায়ী প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী কোনো শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি বা সদস্য হিসেবে নির্বাচিত বা মনোনীত হলে তারা নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ হতে নির্বাচনের ফলাফল ঘোষণার সরকারি গেজেট প্রকাশের তারিখ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো সভায় সভাপতিত্ব বা অংশগ্রহণ অথবা জড়িত থাকতে পারবেন না। তবে নির্বাচনের গেজেট প্রকাশের পরে দায়িত্ব পালন করতে পারবেন।
প্রসঙ্গত, আগামী ৩০ ডিসেম্বর দেশের ২৩৪টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে অংশ নেয়া অনেক প্রার্থী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটির সদস্য। এসব প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকরা নির্বাচনের গুরুত্বপূর্ণ দায়িত্বপালন করেন। ফলে প্রার্থীরা যাতে তাদের প্রভাবিত না করতে পারে এ কারণে এ নির্দেশনা জারি করা হয়েছে।
এনএম/এসএইচএস/পিআর
সর্বশেষ - শিক্ষা
- ১ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধে হাসিনার বিদায় ত্বরান্বিত হয়: প্রেস সচিব
- ২ সরকারিতে আসনের চারগুণ আবেদন, সাড়া নেই বেসরকারিতে
- ৩ সাত কলেজের ফেল করা শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা
- ৪ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্মরণসভা করার নির্দেশ
- ৫ পিএইচডি-এমফিলধারী ২০৬ শিক্ষককে সংবর্ধনা দিলো জমিয়াতুল মোদার্রেছীন