পিইসি পরীক্ষা বাতিলের দাবি ছাত্র ফ্রন্টের
প্রাথমিক শিক্ষা সনদ (পিইসি) পরীক্ষা বাতিলের দাবিতে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করে সংগঠনটি। প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য দেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি মাসুদ রানা।
তিনি বলেন, ২০০৯ সালে যখন পিইসি পরীক্ষা শুরু হয় তখনই আন্দোলন করে আসছি। তখন থেকে নকল, প্রশ্ন ফাঁসসহ নানা ঘটনা দেখে আসছি। এর ফলে এটা বাতিলের জোর দাবি উঠতে থাকে। এছাড়া কোচিং ও গাইড বই ব্যবসা শুরু হয়। সেপ্টেম্বরে ঘোষণা দিয়ে নভেম্বরে পরীক্ষা নেওয়া অযৌক্তিক বলেও দাবি করেন তিনি।
সংগঠনটির সহ-সভাপতি ডা. জয়দীপ ভট্টাচার্য বলেন, শিশুরা পাবলিক পরীক্ষা দিলে মানুষিক চাপে থাকে। এটা দেওয়ার কোনো যুক্তি নেই। তবুও এটা নেয় কোচিং ও গাইড বই বাণিজ্যের জন্য। তাই এটি ২০১৬ সালে বন্ধ করেও ২০১৮ সালে আবার চালু করে। এছাড়া পিএসসির বর্তমান মূল্যায়ন ত্রুটিপূর্ণ দাবি করে তা বাতিলের জোর দাবি জানান জয়দীপ।
কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের শিক্ষা ও গবেষণা সম্পাদক সঞ্জয় কান্ত দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ, দপ্তর সম্পাদক সালমান সিদ্দিকী, সদস্য সাদিক, গৌতম নওশীন প্রমুখ।
আরএসএম/জেডএইচ/এএসএম
সর্বশেষ - শিক্ষা
- ১ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধে হাসিনার বিদায় ত্বরান্বিত হয়: প্রেস সচিব
- ২ সরকারিতে আসনের চারগুণ আবেদন, সাড়া নেই বেসরকারিতে
- ৩ সাত কলেজের ফেল করা শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা
- ৪ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্মরণসভা করার নির্দেশ
- ৫ পিএইচডি-এমফিলধারী ২০৬ শিক্ষককে সংবর্ধনা দিলো জমিয়াতুল মোদার্রেছীন