শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে উচ্চপর্যায়ের বৈঠক চলছে
করোনাভাইরাস (কোভিড ১৯) মহামারিতে দেড় বছরের বেশি সময় ধরে বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। আগামী ১২ সেপ্টেম্বর থেকে সারাদেশে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া যাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আজ (৫ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৩টায় উচ্চপর্যায়ের বৈঠক শুরু হয়েছে। মন্ত্রিপরিষদের সম্মেলন কক্ষে শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়েছে। সভাশেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়াসহ বিভিন্ন বিষয়ে নেওয়া সিদ্ধান্ত গণমাধ্যমে জানানোর কথা রয়েছে।
এর আগে গত শুক্রবার চাঁদপুর সদরে মহামায়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন শেষে শিক্ষামন্ত্রী বলেন, ‘গত সভায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বর্ধিত করেছিলাম ১১ সেপ্টেম্বর পর্যন্ত। আশা করছি, ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারবো।’
মন্ত্রী আরও বলেছিলেন, ‘আগামী ৫ সেপ্টেম্বর আমাদের আন্তঃমন্ত্রণালয়ের সভা রয়েছে। আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। স্কুল খুলে দেওয়ার পর দৈনিক বাধ্যতামূলক প্রতিবেদন পাঠানোর বিষয় রয়েছে। যেন কঠোরভাবে মনিটরিং করতে পারি, যেন সবাই স্বাস্থ্যবিধি মেনে চলে স্কুলগুলোতে।’
বেশিরভাগ শিক্ষক-কর্মচারীদের টিকাদান সম্পন্ন হয়েছে জানিয়ে দীপু মনি বলেছিলেন, ‘প্রধানমন্ত্রী আগে তো বলেছিলেন ১৮ বছরের বেশি বয়সী মানুষের টিকা দেওয়ার ব্যবস্থার কথা। এখন ১২ বছরের ওপরে যারা আছে, তাদেরও টিকা দেওয়ার কাজ শুরু করতে হবে। কাজেই যেই টিকা তাদের দেওয়ার মতো, তেমন টিকা সরকার নিয়ে আসার ব্যবস্থা করছে। পর্যায়ক্রমে তা দেওয়া হবে।’
সচিবালয়ে শিক্ষামন্ত্রী দীপু মনির সভাপতিত্বে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলসহ মন্ত্রণালয়ের সচিব ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত আছেন।
এর আগে যত দ্রুত সম্ভব স্কুল-কলেজ খুলে দেওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এমএইচএম/এআরএ/জিকেএস
সর্বশেষ - শিক্ষা
- ১ পেছনের শিক্ষাক্রমে ফেরার লড়াই প্রাথমিক-মাধ্যমিকের শিক্ষার্থীদের
- ২ ইউজিসি ঘেরাও করে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ
- ৩ গুচ্ছ ভর্তি বহাল রাখতে ২৪ বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জরুরি নির্দেশনা
- ৪ শনিবারও বন্ধ থাকবে স্কুল, সাপ্তাহিক ছুটি দুদিনই বহাল
- ৫ মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ সালে ছুটি ৭৬ দিন, তালিকা প্রকাশ