ভিকারুননিসায় প্রথম শ্রেণিতে ভর্তির বাছাই তালিকা প্রকাশ বিকেলে
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণিতে ভর্তি লটারির জন্য বাছাই তালিকা আজ বিকেলে প্রকাশ করা হবে। ভর্তি নীতিমালা উপেক্ষা করে বাছাই তালিকা করায় অনেক অভিভাবক ক্ষুব্ধ।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণিতে ভর্তির জন্য যারা আবেদন করেছেন তাদের মধ্য থেকে লটারির জন্য বাছাই তালিকা করেছে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ। ওই তালিকা আজ মঙ্গলবার বিকেল চারটায় বিদ্যালয়ের প্রতিটি শাখা ক্যাম্পাসের নোটিশ বোর্ডে এবং বিদ্যালয়ের ওয়েবসাইটে (www.vnsc.edu.bd) প্রকাশ করবে। গত ১০ নভেম্বর সকাল ১০টা থেকে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন নেয়া হয়।
এনএম/এআরএস/পিআর
সর্বশেষ - শিক্ষা
- ১ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধে হাসিনার বিদায় ত্বরান্বিত হয়: প্রেস সচিব
- ২ সরকারিতে আসনের চারগুণ আবেদন, সাড়া নেই বেসরকারিতে
- ৩ সাত কলেজের ফেল করা শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা
- ৪ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্মরণসভা করার নির্দেশ
- ৫ পিএইচডি-এমফিলধারী ২০৬ শিক্ষককে সংবর্ধনা দিলো জমিয়াতুল মোদার্রেছীন