ভিডিও EN
  1. Home/
  2. শিক্ষা

মতিঝিল আইডিয়ালে ১ম শ্রেণিতে ছাত্রভর্তি ৩০ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:০০ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৫

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ১ম শ্রেণিতে ভর্তির জন্য ৩০ ডিসেম্বর তারিখ নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। রোববারের লটারিতে উত্তীর্ণ ছাত্রদের ওই দিন সকাল ৮টায় আট হাজার টাকা জমা দিয়ে ভর্তি হতে হবে।

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, রোববার সকালে ১ম শ্রেণিতে ভর্তির জন্য আবেদনকারী ছাত্রদের লটারি মতিঝিল শাখায় মূল শাখা ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় বিজয়ীদের তালিকা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। ভর্তির জন্য যে শাখা ক্যাম্পাসে আবেদন করা হয়েছে সেই শাখায় ৩০ ডিসেম্বর সকাল ৮টায় আট হাজার টাকাসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ভর্তি হতে হবে।

বিদ্যালয়ের মতিঝিল বাংলা ও ইংরেজি ভার্সনের প্রভাতী ও দিবা শাখায় একশ’ জন ছাত্র ও ছাত্রী, বনশ্রী শাখায় উভয় মাধ্যমে একশ’ জন ছাত্র ও ছাত্রী এবং মুগদা শাখায় বাংলা মাধ্যমে একশ’ জন ছাত্র ও ছাত্রী ভর্তি করা হবে।

এরমধ্যে রোববার ছাত্রদের লটারি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ছাত্রীদের লটারি অনুষ্ঠিত হবে।

এনএম/এসএইচএস/আরআইপি

আরও পড়ুন