৪র্থ ইন্টারন্যাশনাল কংগ্রেস অব বেঙ্গল স্টাডিজের উদ্বোধন
টোকিও ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজের ৪র্থ ইন্টারন্যাশনাল কংগ্রেস অব বেঙ্গল স্টাডিজ (আইসিবিএস) শুরু হয়েছে। এশিয়ার বিভিন্ন দেশের প্রায় দুইশত স্কলার এতে অংশ নিয়েছেন। আইসিবিএস এর প্রেসিডেন্ট প্রফেসর মাসাইউকি উসুদা ১২ ডিসেম্বর কংগ্রেসের উদ্বোধন করেন। টোকিও বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে এর আয়োজন করা হয়। রোবাবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ, ভারত, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বেঙ্গল স্টাডিজের প্রায় দুইশত স্কলার উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অধিবেশনে অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন চীনের প্রফেসর ডং ইউচেন, বাংলাদেশের ইমেরিটাস প্রফেসর আনিসুজ্জামান, ভারতের প্রফেসর পবিত্র সরকার, টোকিও ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজ-এর প্রেসিডেন্ট প্রফেসর হিরোতাকা তাতেইশি এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান।
বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ সংক্রান্ত প্রাচীন এবং মধ্যযুগীয় বাংলার ইতিহাস, সমাজ ও রাজনীতি, আধুনিক বাংলায় ধর্মের গতি (Dynamics), কলা ও সংস্কৃতি, ভাষা ও ভাষাতত্ত্ব এবং উন্নয়ন গবেষণা বিষয়ের উপরে অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে গবেষকরা উন্নতমানের প্রবন্ধ উপস্থাপন করেন।
ইউনিভার্সিটির বাংলা বিভাগের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য প্রদান ছাড়াও ইউজিসি প্রফেসর আবদুল মান্নান আরো দু’টি একাডেমিক সেশনে সভাপতিত্ব করেন। ৫ম কংগ্রেস ২০১৭ সালে বাংলাদেশের জাহাঙ্গীরগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বলে আশা করা যাচ্ছে। কংগ্রেসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন ৫০ জন অংশগ্রহণকারী।
প্রসঙ্গত, টোকিও ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজ, জাপানে বাংলাদেশ দূতাবাস, কাজিমা ফাউন্ডেশন, বেঙ্গলি অ্যাসোসিয়েশন অব টোকিও, রিশো কোসেই-কাই কোসেই, টোকিও ক্লাব এবং উত্তরা ইউনিভার্সিটি যৌথভাবে এই কংগ্রেসের আয়োজন করে।
এনএম/এসএইচএস/আরআইপি
সর্বশেষ - শিক্ষা
- ১ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধে হাসিনার বিদায় ত্বরান্বিত হয়: প্রেস সচিব
- ২ সরকারিতে আসনের চারগুণ আবেদন, সাড়া নেই বেসরকারিতে
- ৩ সাত কলেজের ফেল করা শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা
- ৪ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্মরণসভা করার নির্দেশ
- ৫ পিএইচডি-এমফিলধারী ২০৬ শিক্ষককে সংবর্ধনা দিলো জমিয়াতুল মোদার্রেছীন